Microsoft Surface Pro X ভারতে MacBook Pro কে টেক্কা দিতে লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন

টেক জায়ান্ট Apple বিকশিত M1 চিপসেট চালিত MacBook Air ও MacBook Pro, হাই-এন্ড নোটবুক ক্যাটাগরিতে একটি বিশেষ স্থান দখল করে রেখেছে। তবে এদের কে টেক্কা দিতে এখন Microsoft আজ Surface Pro X নামের একটি নতুন ডিটাচেবল ট্যাবলেট-কম্পিউটার ডিভাইস আনল। লেটেস্ট উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবলেট ১৩ ইঞ্চির বড় টাচ-স্ক্রিন, সংস্থার নিজস্ব মাইক্রোসফ্ট এসকিউ১ (Microsoft SQ1) প্রসেসর, এইচডি রেজোলিউশনের ফ্রন্ট-ফেসিং সেন্সর এবং একটি ডেডিকেটেড ম্যাগনেটিক সার্ফলিঙ্ক সহ এসেছে। এছাড়া, ডিটাচেবল কী-বোর্ড ও রিয়ার কিকস্ট্যান্ডের সাথে আসার জন্য এটিকে ট্যাবলেট এবং ল্যাপটপ উভয় রূপেই ব্যবহার করা যাবে। মূলত কর্পোরেট হাউসগুলিকে লক্ষ্য রেখে এই ডিভাইসটিকে ভারতে লঞ্চ করার ফলে, এর দাম প্রায় লাখের গন্ডি ছুঁয়েছে। চলুন তাহলে ভারতে Microsoft Surface Pro X এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Microsoft Surface Pro X দাম

ভারতে, মাইক্রোসফ্ট সারফেস প্রো এক্স নোটবুককে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার দাম ৯৩,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে।

তবে কর্পোরেট হাউসগুলির জন্য এই নোটবুকের দাম ও স্টোরেজ অপশনে ভিন্নতা লক্ষণীয়। যেমন, মাইক্রোসফ্ট এসকিউ১ প্রসেসর সহ আসা স্ট্যান্ডার্ড মডেলের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে ৯৪,৫৯৯ টাকা। এক্ষেত্রে, ২৫৬ জিবি ক্যাপাসিটির আরেকটি স্টোরেজ ভ্যারিয়েন্ট উপলব্ধ রয়েছে, যার মূল্য ১,১৩,২৯৯ টাকা রাখা হয়েছে। এছাড়া, মাইক্রোসফ্ট এসকিউ২ প্রসেসরের সাথেও এই মডেলটিকে কেনা যাবে। যার ১৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ১,৩১,৭৯৯ টাকায় এবং ৫১২ জিবি স্টোরেজ অপশনকে ১,৫০,৪৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। আগ্রহীদের জানিয়ে রাখি, মাইক্রোসফ্ট সারফেস প্রো এক্স ইতিমধ্যেই দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় রিটেল স্টোরে বিক্রির জন্য উপলব্ধ।

Microsoft Surface Pro X ফিচার ও স্পেসিফিকেশন

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম চালিত মাইক্রোসফ্ট সারফেস প্রো এক্স ট্যাবলেটে আছে একটি ১৩ ইঞ্চির পিক্সেলসেন্স টাচ ডিসপ্লে। এই ডিভাইসটির রিয়ার প্যানেলে আইকনিক কিকস্টান্ড দেওয়া হয়েছে, যা ব্যবহার করে ইউজাররা ইচ্ছানুসারে এটির অবস্থান পরিবর্তন করতে পারবেন। একই সাথে, এতে সারফেস ডিটাচেবল কী-বোর্ড ও ‘জিরো-ফোর্সিং ইনকিং’ সহ সারফেস স্লিম পেন ২ পাওয়া যাবে।

পারফরম্যান্সের কথা বললে, surface pro X নোটবুকে ২টিএফএলওপিএস (2TFLOPS) গ্রাফিক্স এবং কাস্টম-বিল্ড মাইক্রোসফ্ট এসকিউ১ অক্টা-কোর ৩ গিগাহার্টজ এআরএম প্রসেসর ব্যবহার করা হয়েছে। তদুপরি, ডিভাইসের সামনে এইচডি (১০৮০পি) রেজোলিউশনের একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে। আবার, ডিভাইসে থাকা এআই (AI) টেকনোলজি ভিত্তিক ‘আই কন্টাক্ট’ ফিচার ভিডিও কল চলাকালীন দৃষ্টিকে সামঞ্জস্য করতে সহায়তা করবে। অন্যান্য ফিচারের কথা বললে, মাইক্রোসফ্টের এই নয়া ট্যাবলেটে ডুয়েল ফার-ফিল্ড স্টুডিও মাইক এবং অপ্টিমাইজড স্পিকার বর্তমান। আবার, কানেক্টিভিটির জন্য এতে, দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ডেডিকেটেড ম্যাগনেটিক সার্ফলিঙ্ক (ডংগলে থাকা অতিরিক্ত USB-A পোর্ট) পাওয়া যাবে। Microsoft Surface Pro X ট্যাবলেটের ওজন ৭৭৪ গ্রাম।

সদ্য লঞ্চ হওয়া ডিভাইসের প্রসঙ্গে, মাইক্রোসফট ইন্ডিয়ার কান্ট্রি হেড – ডিভাইসেস (সারফেস), ভাস্কর বসু মন্তব্য করেছেন “সর্বাধিক সাশ্রয়ী অল-ডে ব্যাটারি লাইফের সাথে আসা নতুন সারফেস প্রো এক্স -কে যুক্ত করার মাধ্যমে মাইক্রোসফ্ট ডিভাইসের পোর্টফোলিওকে আরো সমৃদ্ধ করতে পেরে আমরা খুবই উৎফুল্লিত। গ্রাহকদের এক্ষেত্রে আরো ফ্লেক্সিবল অপশন প্রদান করা হয়েছে।”