গুগল ও অ্যাপলকে টেক্কা দিতে অ্যাপ স্টোর আনছে Microsoft, সব ধরনের ফোন ইউজাররা অ্যাপ ডাউনলোড করতে পারবে

এবার Google ও Apple কে অ্যাপ মার্কেটে টেক্কা দিতে আসছে Microsoft

অ্যাপ মার্কেটে এই মুহূর্তে রাজ করছে Apple এবং Google। এই দুই কোম্পানির কারণে থার্ড পার্টি অ্যাপ স্টোরগুলি আজ প্রায় বন্ধের মুখে। আমরা জানি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য গুগল প্লে স্টোর অফার করে গুগল। আর অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন iPhone ব্যবহারকারীরা। অর্থাৎ আপনি যদি অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহারকারী হন, তাহলে অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে এই দুটি অ্যাপ স্টোরে যেতে হবে। তবে এবার Google ও Apple কে অ্যাপ মার্কেটে টেক্কা দিতে আসছে Microsoft।

বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করা যাবে

মাইক্রোসফটের গেমিং প্রধান ফিল স্পেন্সার জানিয়েছেন, তারা গেমিং প্লে স্টোর চালু করার পরিকল্পনা করেছে। ২০২৪ সালের মার্চের মধ্যে সংস্থাটি নিজস্ব প্লে স্টোর চালু করতে পারে। এই প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীরা আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ধরনের অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এই প্ল্যাটফর্মে, আপনাকে Xbox এবং মাইক্রোসফ্টের কনটেন্টও অফার করা হবে।

ইউরোপীয়ান ইউনিয়ন সতর্কতা জারি করেছে

তবে Microsoft এর প্লে স্টোর চালু এবং অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণ নিয়ে প্রশ্ন উঠছে। কারণ গত মাসে ইউরোপীয়ান ইউনিয়নের পক্ষ থেকে অ্যান্টি-ট্রাস্ট সতর্কতা জারি করা হয়েছে। তারা গেমিং দুনিয়ায় অসাধুভাবে প্রতিযোগিতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

যদিও ইউরোপীয়ান ইউনিয়নের এই দাবি উড়িয়ে ফিল স্পেন্সার বলেছেন, মাইক্রোসফটের তরফে অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণের ফলে মোবাইল গেমিংয়ের দুনিয়ায় প্রতিযোগিতা বাড়বে, যা এতদিন মাত্র দুটি প্রতিষ্ঠান, গুগল ও অ্যাপলের দখলে ছিল।