Android ফোন ছেড়ে শেষ 5 বছরে কত জন iPhone কিনেছেন জানেন? সংখ্যাটা অবাক করবে

যত দিন যাচ্ছে স্মার্টফোন মার্কেটে প্রতিযোগিতা ক্রমাগত বেড়ে চলেছে। অ্যাপল (Apple), স্যামসাং (Samsung), শাওমি (Xiaomi), ওপ্পো (Oppo), ভিভো (Vivo)-এর মতো মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলি বাজার দখলের লক্ষ্যে আরও বেশি ফোন বিক্রির নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। তবে, এই প্রতিযোগিতা শুধুমাত্র পৃষ্ঠার এক দিক। তার অপর দিকে অথবা বলতে গেলে সবকিছুর ওপরে, অ্যাপল এবং গুগল (Google) আল্টিমেট মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য লড়াই করে চলছে। এখন লাখ টাকার প্রশ্ন হল, এই দৌড়ে এগিয়ে কে? একটি নতুন সমীক্ষা সে বিষয়ে আলোকপাত করেছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রথম Apple প্রোডাক্ট হিসেবে পুরানো ও সস্তা iPhone বেছে নিচ্ছে

এটা সবারই জানা যে, অভ্যাস পরিবর্তন করা বেশ কষ্টসাধ্য। নিঃসন্দেহে, বহু বছর ধরে অ্যান্ড্রয়েড বা আইওএস ব্যবহার করার পরে, অন্য ওএস ইকোসিস্টেমে মাইগ্রেট করা ইউজারদের জন্য কঠিন হতে পারে। তবুও, কিছু ব্যবহারকারী নতুন জিনিস চেষ্টা করতে উৎসাহী হন। কনজিউমার ইন্টেলিজেন্স রিসার্চ পার্টনারস এলএলসি (Consumer Intelligence Research Partners LLC) তাদের একটি রিপোর্টে স্মার্টফোন ব্যবহারকারীদের অভ্যাসগুলি তুলে ধরেছে। উদাহরণস্বরূপ, গত পাঁচ বছরে অ্যান্ড্রয়েড থেকে আইওএস বেছে নেওয়া ব্যবহাররীর সংখ্যা ১০-১৫ শতাংশের মধ্যে রয়েছে৷ অ্যান্ড্রয়েড থেকে আইওএসে যাওয়ার হার ২০১৯ সালে ১৩%, ২০২০-তে ১১%, ২০২১-এ ১১%, ২০২২-এ ১৫% এবং ২০২৩-এ ১৩% ছিল।

এছাড়াও উল্লেখযোগ্য বিষয় হল ব্যবহারকারীরা প্রথম আইফোন হিসাবে কোন মডেলগুলি বেছে নিয়েছে। অ্যাপল প্রতি বছরই আগের তুলনায় বেশি শক্তিশালী প্রসেসর সহ আইফোন মডেল প্রকাশ করে থাকে। তবে, গত কয়েক বছর ধরে এই পারফরম্যান্স সাধারণ স্মার্টফোন ইউজারদের প্রয়োজনের তুলনায় বেশি ছিল। আর অ্যাপলের এই পদক্ষেপ পুরানো আইফোনগুলিকে অনেক বেশি পছন্দের বিকল্প করে তুলেছে। অন্যদিকে, প্রাইস-পারফরম্যান্স-কেন্দ্রিক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পরিবর্তন করার সময় ব্যয়বহুল মডেলের চেয়ে পুরানো আইফোন পছন্দ করছেন।

জানিয়ে রাখি, ২০২৩ সালে ২৯% ক্রেতা iPhone SE 3, iPhone 12 বা iPhone 13/13 Mini বেছে নিয়েছিল, যেখানে বিদ্যমান আইফোন ব্যবহারকারীদের মাত্র ২১% এই মডেলগুলিতে আপগ্রেড করছেন৷ তবে, অ্যান্ড্রয়েড ছেড়ে আইওএস বেছে নেওয়া বেশিরভাগ ব্যক্তি (৫১%) নতুন iPhone 14 সিরিজ বেছে নিয়েছেন। এটি নির্দেশ করে যে, প্রাক্তন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দাম একটি ফ্যাক্টর হলেও, এখনও অনেকেই অ্যাপলের লেটেস্ট প্রযুক্তিতে বিনিয়োগ করতে ইচ্ছুক।