Redmi Note 7 Pro, K20 সহ ২১টি ডিভাইসের জন্য MIUI 12.5 এর ক্লোজ বিটা রেজিস্ট্রেশন শুরু হল

প্রত্যাশা মতই কয়েকদিন আগেই ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে নতুন স্মার্টফোন Mi 11 লঞ্চ করেছে Xiaomi। যেটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের প্রথম ফোন। তবে শুধু নতুন ডিভাইসই নয়, ওই একই ইভেন্টে চীনা টেক জায়ান্ট সংস্থাটি তার নতুন কাস্টম স্কিন MIUI 12.5-এর ঘোষণা করেছে। এই MIUI 12.5, এপ্রিলে রোলআউট হওয়া MIUI 12-এর আপডেটেট ভার্সন হিসেবে এসেছে। ইতিমধ্যেই Xiaomi এই নতুন এমআইইউআই (ভার্সন ১২.৫)-এর জন্য ক্লোজ বিটা রেজিস্ট্রেশন শুরু করেছে।

সূত্রের দাবি, MIUI 12.5 কাস্টম স্কিনের ক্লোজ বিটা প্রোগ্রামটি, ২১টি শাওমি ডিভাইসের “আর্লি অ্যাক্সেস”-এর জন্য উপলব্ধ। চীনের যে সমস্ত আগ্রহী ইউজার এই প্রোগ্রামে জয়েন করতে চান, তাদের এমআইইউআই-এর অফিসিয়াল উইচ্যাট (WeChat) অ্যাকাউন্টটি অনুসরণ করতে হবে এবং রেজিস্ট্রেশনে অংশ নিতে “আর্লি অ্যাক্সেস” অপশনে ক্লিক করতে হবে। তবে রেজিস্ট্রেশন করলেই সবাই যে এই প্রোগ্রামের অ্যাক্সেস পাবেন এমন নয়। সেক্ষেত্রে আবেদন জমা করার পর সেগুলিকে পর্যালোচনা করে দেখা হবে এবং ক্লোজ বিটা এমআইইউআই ১২.৫ ইনস্টলের সুযোগ দেওয়া হবে।

যে সমস্ত ডিভাইসে MIUI 12.5 ক্লোজ বিটার আর্লি অ্যাক্সেস পাওয়া যাবে

Xiaomi Mi 10,
Xiaomi Mi 10 Pro,
Xiaomi Mi 10 Ultra,
Xiaomi Mi 10 Youth Edition,
Redmi K30,
Redmi K30 5G,
Redmi K30 Pro 5G,
Redmi K30i 5G,
Redmi K30S Ultra,
Redmi K30 Ultra,
Xiaomi Mi 9,
Xiaomi Mi 9 SE,
Xiaomi Mi CC9e,
Xiaomi Mi CC9 Pro,
Redmi K20,
Redmi K20 Pro,
Redmi 10X 5G,
Redmi 10X Pro 5G,
Redmi Note 9 5G,
Redmi Note 7 এবং Redmi Note 7 Pro.

এক্ষেত্রে, বেশ কয়েকটি লেটেস্ট ডিভাইস যেমন Xiaomi Mi 9 Pro 5G, Xiaomi Mi CC9, Xiaomi Mi CC9 Meitu Custom Edition, Redmi Note 9 Pro 5G, Redmi Note 8 এবং Redmi Note 8 Pro – প্রথম ব্যাচে এমআইইউআই ১২.৫-এর ক্লোজ বিটা অ্যাক্সেস পাবেনা।

কী থাকবে MIUI 12.5 আপডেটে?

সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, এমআইইউআই ১২.৫ – আরো ভাল প্রাইভেসি প্রোটেকশন, ক্লিনার ইউআই, নতুন অ্যানিমেশন ইত্যাদি ফিচারসহ আসবে। এই আপডেটের স্টেবল ভার্সনটি ফেব্রুয়ারির শেষ দিকে চালু হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *