MIUI 13: এই নয়টি Xiaomi Redmi ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, আসছে বড় আপডেট

চিনা স্মার্টফোন সংস্থা Xiaomi এই বছরের শেষেই তাদের নয়া ইউজার ইন্টাফেস MIUI 13 প্রকাশ করতে পারে বলে জল্পনা রয়েছে। Xiaomi-এর আসন্ন স্মার্টফোন সিরিজ Xiaomi 12-এর সাথে এই নয়া কাস্টম ওএস লঞ্চ হতে পারে। বলার অপেক্ষা রাখে না যে, MIUI 13 একাধিক নয়া ফিচার সহ আসবে। যেগুলির মধ্যে আইফোনের মতো উইজেট, স্মার্ট টুলবক্স, ফ্রন্ট ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, এমআইইউআই পিওর মোড, মেমরি এক্সটেনশন প্রভৃতি থাকতে পারে।

যদিও কোম্পানির তরফে এখনও জানা যায়নি ঠিক কবে MIUI 13-এর উপর থেকে পর্দা সরানো হবে। তবে সূত্র মারফত যে ৯টি ডিভাইসে প্রথম এর আপডেট আসবে তা আমরা জানতে পেরেছি।

এই নয়টি শাওমি রেডমি ফোনে আসছে এমআইইউআই ১৩ (MIUI 13 list of Xiaomi Redmi devices)

Xiaomi Mi Mix 4
Xiaomi Mi 11
Xiaomi Mi 11 Pro
Xiaomi Mi 11 Ultra
Xiaomi Mi 11 Lite
Xiaomi Mi 10S
Redmi K40
Redmi K40 Pro
Redmi K40 Pro+

উল্লেখ্য, গত বছর Android 11-এর উপর ভিত্তি করে বাজারে এসেছিল MIUI 12। তারপর MIUI 12.5 প্রকাশ্যে আসে। এখন বড় আপডেট হিসেবে ডিসেম্বরে MIUI 13 লঞ্চ হতে পারে এবং এটি Android 12-এর ভিত্তি করে ডেভেলপ করা হতে পারে।