MIUI 14: আগামী মাসেই লঞ্চ হতে পারে এমআইইউআই ১৪, থাকবে Xiaomi 13 সিরিজের ফোনে

গতবছর অক্টোবর মাসে অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্ট (AOSP)-এর মাধ্যমে সর্বজনীনভাবে Android 12 উন্মোচিত হয়। বর্তমানে গুগল এর পরবর্তী ভার্সন, Android 13-এর ওপর কাজ করছে, যা আগামী মাসে অর্থাৎ আগস্টের কোনো এক সময়ে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এর সাথে সাথেই স্মার্টফোন নির্মাতা শাওমি (Xiaomi) আগামী মাসে তাদের Android 13-ভিত্তিক MIUI 14 কাস্টম স্কিনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে, কোডবেসে MIUI 14-এর নাম প্রকাশিত হয়েছে এবং রিপোর্টটি আপকামিং Xiaomi 13 সিরিজের স্মার্টফোনগুলিতে MIUI-এর নতুন ভার্সনের উপলব্ধতা নিশ্চিত করেছে।

MIUI 14 চালু হতে পারে আগামী মাসেই

শাওএমআইইউআই (Xiaomiui)-এর নয়া রিপোর্ট অনুযায়ী, এমআইইউআই ১৪-এর নাম কোডবেসে দেখা গেছে এবং রিপোর্টে একটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। এই ছবিতে উল্লেখিত কোডটি বোঝাচ্ছে যে, যদি “নুওয়া” (nuwa) কোডনেমযুক্ত ডিভাইসে (শাওমি ১৩) এমআইইউআই ১৪ বা উচ্চতর ভার্সন থাকে, কোডটি ইন্টারফেসে এসটিকে (SIM Toolkit) আইকন প্রদর্শন করে৷ অর্থাৎ, সহজভাবে বললে, এই কোডটি আসলে এমআইইউআই ১৪-এর জন্য সিস্টেম অ্যাপটি পরীক্ষা করে।

এছাড়াও শাওএমআইইউআই-এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, এমআইইউআই ১৪ আনুষ্ঠানিকভাবে আগস্টে উন্মোচন করা হতে পারে এবং এটি সম্ভবত “নুওয়া” (nuwa) এবং “ফুক্সি” (fuxi) কোডনেম যুক্ত হ্যান্ডসেটগুলির সাথে আত্মপ্রকাশ করবে, যা আগামী নভেম্বরে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। সূত্র মারফৎ জানা গেছে যে, “নুওয়া” এবং “ফুক্সি” আসন্ন শাওমি ১৩ সিরিজের ডিভাইসগুলির কোডনেম। গতবছর ডিসেম্বরে শাওমি ১২ সিরিজের সাথে লেটেস্ট এমআইইউআই ১৩ ইউজার ইন্টারফেসটি আত্মপ্রকাশ করেছিল, তাই উত্তরসূরির ক্ষেত্রেও এমনটাই হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে MIUI 14 চালু হলে Xiaomi Mi 10 হ্যান্ডসেটের জন্য সফ্টওয়্যার সাপোর্ট বন্ধ করা হতে পারে, কেননা গতবছর MIUI 13 চালু হওয়ার পর সংস্থা Xiaomi Mi 9-এর জন্য সফ্টওয়্যার সাপোর্ট বন্ধ করে দিয়েছিল।