দাম শুরু ৬৯৯৯ টাকা থেকে, Redmi 9A, Realme Narzo 50A, Samsung Galaxy M12 সবচেয়ে সস্তায় কেনার সুযোগ

অনলাইন ই-কমার্স সাইট Amazon বছর শেষে ‘Mobile Savings Days Sale’ এর দ্বিতীয় এডিশন নিয়ে হাজির হল। সেলটি শুরু হয়েছে আজ অর্থাৎ ১৭ ডিসেম্বর থেকে এবং…

অনলাইন ই-কমার্স সাইট Amazon বছর শেষে ‘Mobile Savings Days Sale’ এর দ্বিতীয় এডিশন নিয়ে হাজির হল। সেলটি শুরু হয়েছে আজ অর্থাৎ ১৭ ডিসেম্বর থেকে এবং চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। নাম দেখে সহজেই বোঝা যাচ্ছে, এই সেল বিশেষত স্মার্টফোন ক্রেতাদের জন্য নিয়ে আসা হয়েছে। Amazon-র এই সেল চলাকালীন Redmi, OnePlus, Samsung, Realme, Xiaomi সহ একাধিক নামজাদা ব্র্যান্ডের বাজেট থেকে প্রিমিয়াম, প্রতিটি সেগমেন্টের স্মার্টফোন ৪০% পর্যন্ত ডিসকাউন্টের সাথে পকেটস্থ যাবে। শুধু তাই নয়, এক্সচেঞ্জ বোনাস, নো-কস্ট ইএমআইয়ের পাশাপাশি ওয়ানকার্ড (OneCard) ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে ১০% ডিসকাউন্টও অফার করা হবে। তাই আপনাদের মধ্যে যারা একটি নতুন স্মার্টফোনের সাথে নতুন বছর শুরু করতে চান, তাদের জন্য আজ আমরা সেলে উপলব্ধ কয়েকটি সেরা অফারের সাথে আসা স্মার্টফোনের তালিকা নিয়ে চলে এসেছি।

Amazon Mobile Savings Days Sale-এর অফার তালিকা

Redmi 9A : ৬,৯৯৯ টাকা থেকে শুরু

অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর চালিত রেডমি ৯এ স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লক্ষণীয়। এতে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে।

OnePlus 9 5G : ৪৯,৯৯৯ টাকা থেকে শুরু

ওয়ানপ্লাস ৯ ৫জি স্মার্টফোনে হ্যাসেলব্ল্যাড-ব্র্যান্ডেড (Hasselblad-branded) ক্যামেরা সেটআপ বর্তমান। হ্যান্ডসেটটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর চালিত এবং এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৫ ইঞ্চির AMOLED LPTO ডিসপ্লে আছে।

iQoo Z5 5G : ২৩,৯৯০ টাকা থেকে শুরু

ফিচারের কথা বললে, আইকো জেড৫ ৫জি স্মার্টফোনের পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ ৫জি প্রসেসর সহ এসেছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

OnePlus Nord 2 5G : ২৯,৯৯৯ টাকা থেকে শুরু

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি স্মার্টফোনে ৬.৪৩ ইঞ্চির ফ্লুইড AMOLED ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ এআই প্রসেসর চালিত। আবার, ফোনের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সমেত এআই ট্রিপল ক্যামেরা উপস্থিত। প্রসঙ্গত, উক্ত হ্যান্ডসেটের সাথে অতিরিক্ত ১,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হবে।

Samsung Galaxy M12 : ১১,৪৯৯ টাকা থেকে শুরু

স্যামসাং গ্যালাক্সি এম১২ স্মার্টফোনে প্রসেসর হিসাবে এক্সিনস ৮৫০ অক্টা কোর ব্যবহার করা হয়েছে। এতে ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Realme Narzo 50A : ১১,৪৯৯ টাকা থেকে শুরু

মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সাথে আসা রিয়েলমি নারজো ৫০এ স্মার্টফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Samsung Galaxy M21 2021 : ১২,৯৯৯ টাকা থেকে শুরু

স্যামসাং গ্যালাক্সি এম২১ (২০২১) স্মার্টফোনে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেখা যাবে। এটি এক্সিনস ৯৬১১ অক্টা কোর প্রসেসর চালিত। এছাড়া, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৬,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি পাওয়া যাবে এই ফোনে।

Xiaomi 11 Lite NE 5G : ২৬,৯৯৯ টাকা থেকে শুরু

শাওমি ১১ লাইট এনই ৫জি স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে আছে, যা ডলবি ভিশন টেকনোলজি সাপোর্ট করে। এটি অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর সহ এসেছে।