Mobile Tower Fraud: মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা, গায়েব ব্যবসায়ীর ৩০ লাখ টাকা

বাড়ির ছাদে কিংবা পড়ে থাকা ফাঁকা জায়গায় মোবাইল টাওয়ার (Mobile Tower) বসানোর জন্য কেউ আপনাকে ফোন করছে? তাহলে সাবধান! ঠিকমতো যাচাই না করে এগোলে খোয়াতে পারেন লক্ষাধিক টাকা। কয়েক বছর আগে ভুবনেশ্বরের দেওগড় জেলার এক ব্যবসায়ী মোবাইলের টাওয়ার বসাতে গিয়ে ৩০ লাখ টাকা খুইয়েছেন। ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে কটক ক্রাইম ব্রাঞ্চ এর সাইবার সেল ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে এবং অপরাধীদের পাকড়াও করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ নভেম্বর দেওগড়ের বাসিন্দা সঞ্জয় কুমার ডালবেহরার (Sanjay Kumar Dalabehera) কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ওই অপরিচিত ব্যক্তি ব্যবসায়ীর কাছে নিজেকে Reliance Jio-র বড় অফিসার বলে পরিচয় দেন। ফোনে তিনি ব্যবসায়ীর ৪০০ স্কোয়ার ফুট জায়গায় মোবাইল টাওয়ার বসানোর প্রস্তাব দেন। জায়গার ভাড়া হিসাবে ১৫ লাখ টাকা এবং পরিবারের একজনকে রিলায়েন্স জিও তে চাকরির লোভও দেখান তিনি। সেইসঙ্গে মোবাইল টাওয়ারের সাইট লোকেশন, ব্যবসায়ীর আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস জানতে চান অপরিচিত ওই ব্যক্তি। এর পাশাপাশি মোবাইল টাওয়ারের লাইসেন্সের জন্য ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন তিনি।

কোনও কিছু যাচাই না করেই সঞ্জয় কুমার অপরিচিত ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা পাঠান এবং তার ব্যক্তিগত তথ্য জানান। এরপর গত দু’বছর ধরে ব্যবসায়ীর কাছ থেকে রেজিস্ট্রেশন ফি, টেন্ডার ফাইল ভেরিফিকেশন ফি, অ্যান্টি পলিউশন চার্জ, ট্রান্সপোর্ট চার্জ, কোভিড ক্লিয়ারেন্স চার্জ, ট্যাক্স এবং জিএসটি বাবদ প্রায় ৩০ লাখ টাকা হাতায় প্রতারকরা।

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, ব্যবসায়ী সঞ্জয় কুমার ডালবেহরা যখন বুঝতে পারেন, তার সঙ্গে প্রতারণা চলছে তখন তিনি আমাদের কাছে অভিযোগ জানান। আমরা তদন্ত করে জানতে পারি ব্যবসায়ীর কাছ থেকে যে অ্যাকাউন্টে টাকা গেছে, সেগুলি আসাম এবং পশ্চিমবঙ্গের।

এরপর কটক পুলিশের সাইবার সেলের তৎপরতায় গত জুলাই মাসে মোবাইল টাওয়ার বসানোর নামে ব্যবসায়ীর কাছ থেকে ৩০ লাখ টাকা হাতানোর অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে প্রতারকদের মধ্যে ২ জনকে আটক করা হয়।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

2 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago