Oppo Reno 6 শক্তিশালী ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসরের সাথে চলতি মাসে লঞ্চ হচ্ছে

লঞ্চের তারিখ ঘোষণা না করলেও, Oppo ইতিমধ্যেই Reno 6 সিরিজের স্মার্টফোন বাজারে আনার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। রিপোর্ট বলছে, Reno 6 সিরিজে তিনটি স্মার্টফোন থাকবে – বেস মডেল Reno 6, Reno 6 Pro, ও Reno 6 Pro Plus। সম্প্রতি PEPM00 ও PENM00 মডেল নম্বর সহ Oppo-র দুটি স্মার্টফোন TENAA সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছিল। মডেল নম্বর দু’টি আসলে Reno 6 ও Reno 6 Pro-এর বলে তখন দাবি করা হচ্ছিল। আবার এখন PEQM00 মডেল নম্বরের একটি Oppo স্মার্টফোন TENAA-র ছাড়পত্র পেয়েছে বলে জানা গিয়েছে। মডেল নম্বর দেখে স্পষ্ট এটি Oppo Reno 6 সিরিজের বেস ভ্যারিয়েন্ট Reno 6 হবে। সার্টিফিকেশন সাইটটি থেকে Reno 6 স্মার্টফোনের বিষয়ে কী কী তথ্য সামনে এল, তা এবার দেখে নেওয়া যাক।

TENAA-র প্রিলিমিনারি লিস্টিং বলছে, অপ্পো রেনো ৬ স্মার্টফোনটি ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে সহ আসবে। ডিসপ্লের রেজোলিউশন বা রিফ্রেশ রেট সেখানে উল্লেখ ছিল না। ফোনের পরিমাপ হবে ১৫৬x৩x৭২.১x৭.৫৯ মিমি। সফটওয়্যারের দিক থেকে ফোনে থাকবে অ্যান্ড্রয়েড ১১ আউট অফ দ্য বক্স। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ২,১০০ এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি (২১০০x২=৪২০০) থাকবে। অপ্পো রেনো ৬-এর বিষয়ে সার্টিফিকেশন সাইট থেকে এই তথ্যগুলিই উঠে এসেছে।

অন্য দিকে, চীনের জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, সদ্য লঞ্চ হওয়া মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর অপ্পো রেনো ৬-এ ব্যবহার হবে। আবার এতে ৬৫ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট থাকার কথা 3C সার্টিফিকেশন সাইট থেকে আমরা জানতে পেরেছিলাম।

অপ্পো রেনো ৬ সিরিজের বাকি দুটি ফোন রেনো ৬ প্রো ও রেনো ৬ প্রো+ এর প্রসঙ্গে আসলে, দুটি স্মার্টফোনই ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে, ২,২০০ এমএএইচ ডুয়েল-সেল ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১১ ওএস সহ আসবে।

উল্লেখ্য, Oppo, Reno 6 সিরিজ আগামী ২২ মে চীনে লঞ্চ হবে বলে জল্পনা রয়েছে। যদিও Oppo অফিসিয়ালি এ বিষয়ে কিছু বলেনি।