এই মাসেই ভারতে আসছে Moto E7 Plus, থাকবে নতুন প্রসেসর ও বড় ব্যাটারি

গত ১১ সেপ্টেম্বরে ব্রাজিলে লঞ্চ হয়েছিল Moto E7 Plus। এবার এই ফোনকে ভারতে আনা হচ্ছে। Motorola India থেকে আজ একটি টুইট করে এই খবর জানানো…

গত ১১ সেপ্টেম্বরে ব্রাজিলে লঞ্চ হয়েছিল Moto E7 Plus। এবার এই ফোনকে ভারতে আনা হচ্ছে। Motorola India থেকে আজ একটি টুইট করে এই খবর জানানো হয়েছে। যদিও এই টুইটে ফোনটিকে ঠিক কবে লঞ্চ করা হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি ফোনের নামও উল্লেখ করা হয়নি। তবে ফোনটির ডিজাইন দেখে বুঝে নিতে অসুবিধা হয়না যে, এটি মোটো ই৭ প্লাস হবে। জানিয়ে রাখি এটি একটি বাজেট ফোন হবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Motorola India টুইটে জানিয়েছে, ‘সময় এসে গেছে আমাদের আপকামিং ফোনের সাথে আপনার স্মার্টফোন ফটোগ্রাফিকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার। অনুমান করতে পারছেন?’ এছাড়াও টুইটে শেয়ার করা ছবিতে লেখা আছে, ‘প্রস্তুত হয়ে যান অবিশ্বাস্য ফটো ক্যাপচার করার জন্য। খুব শীঘ্রই আসছে।’

Moto E7 Plus দাম

ব্রাজিলে মোটো ই৭ প্লাস এর একটি ভ্যারিয়েন্ট উপলব্ধ। এর ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১৩৪৯.১০ বিএলআর, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮,৮০০ টাকা। ফোনটি নেভি ব্লু ও অ্যাম্বার ব্রোঞ্জ কালারে পাওয়া যাবে। যদিও ফোনটির ভারতীয় দাম জানা যায়নি। তবে মনে হচ্ছে ভারতে ফোনটি ১৫,০০০ টাকার রেঞ্জে আসতে পারে।

Moto E7 Plus স্পেসিফিকেশন

মোটো ই৭ প্লাস ফোনে ৬.৫ ইঞ্চি ম্যাক্স ভিশন এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রেজুলেশন ১৬০০ x ৭২০ পিক্সেল। এর ডিসপ্লে ডিজাইন ওয়াটারড্রপ নচ। ফোনটিতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর। আবার গ্রাফিক্সের জন্য এড্রেনো ৬১০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। এছাড়াও আছে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

মোটো ই৭ প্লাস ডুয়েল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এর প্রাইমারি ক্যামেরা এফ/১.৭ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। আবার অন্য ক্যামেরাটি হল এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল। রিয়ার ক্যামেরার সাথে এলইডি ফ্ল্যাশ উপলব্ধ। এই ক্যামেরা দিয়ে ৬০ এফপিএস এ ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যাবে। ভিডিও কল ও সেলফির জন্য এতে এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ারের কথা বললে এই ফোনে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটিতে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানি দাবি করেছে এই ব্যাটারি দুদিন ব্যাকআপ দেবে। চার্জিংয়ের জন্য এতে আছে মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩.৫ মিমি হেডফোন জ্যাকের সাথে এসেছে। এই ফোনের ওজন ২০০ গ্রাম।