Xiaomi 12 নয়, Moto Edge X30 হতে পারে Snapdragon 8 Gen 1 প্রসেসরের প্রথম ফোন

আগের বছর পেরেছিল শাওমি (Xiaomi)। তবে এ বছর তার পুনরাবৃত্তি হচ্ছে না। ২০২০ সালে কোয়ালকম (Qualcomm)-এর ফ্ল্যাগশিপ Snapdragon 888 প্রসেসর দিয়ে প্রথম ফোনের ঘোষণা করেছিল শাওমি। আর এবার বাকিদের পিছনে ফেলে Snapdragon 8 Gen 1 ফ্ল্যাগশিপ প্রসেসরের প্রথমে ফোন লঞ্চ করতে চলেছে মোটোরোলা (Motorola)। চীনে ডিসেম্বরেই শুরুতেই ফোনটি লঞ্চ হতে পারে, যার মডেল নম্বর XT2201-2। পাশাপাশি Snapdragon 888 Plus প্রসেসের দিয়ে আরও একটি ফ্ল্যাগশিপ ফোন ডিসেম্বরে লঞ্চ করবে Motorola, যার মডেল নম্বর XT2175-2। ফোনগুলি ইতিমধ্যেই TENAA ও 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। আবার লেনোভোর মোবাইল বিভাগের জেনারেল ম্যানেজার চেন জিনের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, XT2201-2 ফোনের আসল নাম কী হতে পারে।

Snapdragon 8 Gen 1 প্রসেসরের প্রথম ফোন হতে পারে Moto Edge X

উল্লেখ্য, XT2175 মডেলটি এর মধ্যেই Moto G200 নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, এটি চাইনিজ মার্কেটে Moto Edge 30 নামে আত্মপ্রকাশ করবে। এদিকে লেনোভো যে ফোনটি টিজ করেছে, সেই XT2201 মডেল নম্বরের ফোনটি Moto Edge X ব্র্যান্ডিংয়ের সঙ্গেই আসবে বলেই মনে করা হচ্ছে। নীচের স্ক্রিনশটে পরিষ্কার, চেন জিন Moto Edge X ফোন থেকেই মাইক্রোব্লগিং সাইট ওয়েবোয় পোস্টটি করেছেন।

Moto Edge X সম্পর্কে তিনি বলেছেন, এর দু’পাশেই গরিলা গ্লাসের সুরক্ষা দেওয়া। ফোনের প্রসেসরটি পাওয়ারফুল পারফরম্যান্স দেবে। তিনি আরও উল্লেখ করেছেন যে, এটি একগুচ্ছ নতুন ফিচারের সঙ্গে আসবে। এছাড়াও কমেন্ট সেকশনে জিন বলেছেন, এটিই প্রথম ফোন, যা মাই ইউআই ৩.০ কাস্টম স্কিনের সঙ্গে আসবে।

moto-edge-x30-could-be-snapdragon-8-gen-1-first-smartphone-launch-specifications

মোটো এজ এক্স৩০ প্রত্যাশিত স্পেসিফিকেশনস (Moto Edge X30 Expected Specifications)

মোটোরোলা না বললেও সাম্প্রতিক রিপোর্টগুলির উপর ভিত্তি করে বলা যায়, মোটো এজ এক্স৩০ ফোনে ৬.৬৭ ওলেড প্যানেল থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফটোগ্রাফির জন্য মোটো এজ এক্স৩০ ফোনে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে ৬০ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা দেওয়া হতে পারে।

এছাড়া ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসতে পারে মোটো এজ এক্স৩০। প্রসঙ্গত, এই ফোনটি গ্লোবাল মার্কেটে Moto Edge X30 Ulta নামে লঞ্চ হতে পারে।