Moto Edge X30 Under-Screen Camera Edition শীঘ্রই বাজারে আসছে, সামনে এল টিজার ও দাম

গত বছর ডিসেম্বরে চীনে Moto Edge X30 (মোটো এজ এক্স৩০) ফ্ল্যাগশিপ স্মার্টফোন আত্মপ্রকাশ করেছিল। এখন Motorola (মোটোরোলা) এই হ্যান্ডসেটের একটি বিশেষ সংস্করণ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি কোম্পানির একজন এক্সিকিউটিভ আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরাসহ Moto Edge X30 Special Edition (মোটো এজ এক্স৩০ স্পেশাল এডিশন) নামক একটি ফোন উইবোতে টিজ করেছেন। যদিও এই প্রথমবার নয়, এই ফোনটিকে Moto Edge X30 লঞ্চের সময়েও সামনে আনা হয়েছিল। এখন নতুন টিজার সামনে আসার অর্থ ফোনটি শীঘ্রই বাজারে পা রাখবে।

Moto Edge X30 Special Edition-এর টিজার প্রকাশ্যে

লেনোভো মোবাইল বিজনেস গ্রুপের জেনারেল ম্যানেজার, চেন জিন উইবো-তে একটি ছবি শেয়ার করেছেন, যাতে মোটো এজ এক্স৩০ স্পেশাল এডিশনের রিটেল বক্স দেখা যাচ্ছে। এই বক্সটিতেই লেখা আছে যে ফোনটিতে আন্ডার-ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকবে, যার ফলে হ্যান্ডসেটটি Moto Edge X30 Under-Screen Camera Edition নামে আসবে। যদিও এই টিজার থেকে ফোনটির অন্যান্য ফিচার সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবে আমাদের অনুমান, আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ছাড়া এটি রেগুলার মোটো এজ এক্স৩০-এর স্পেসিফিকেশন সহ আসবে।

Moto Edge X30 Special Edition-এর দাম, লভ্যতা

মোটো এজ এক্স৩০ স্পেশাল এডিশনের ১২ জিবি র‌্যাম বা ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,০০০ টাকা) হবে বলে মনে করা হচ্ছে। জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতে এটি লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।

Moto Edge X30-এর স্পেসিফিকেশন

মূল মডেল, অর্থাৎ মোটো এজ এক্স৩০ ফোনে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৮ ইঞ্চি OLED ডিসপ্লে। সাথে পাওয়া যাবে ১২ জিবি পর্যন্ত র‌্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ফটোগ্রাফির জন্য ফোনটি ট্রিপল ক্যামেরা সেটআপ সহ এসেছে। যেখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৬০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।