Moto G Pure সামনের মাসে বাজারে আসছে, তার আগে ফাঁস ডিজাইন রেন্ডার‌ সহ ফিচার

Moto G সিরিজ যে Motorola-র সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন লাইনআপ, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই৷ চলতি বছরে 4G ও 5G স্মার্টফোন মিলিয়ে Moto G লাইনআপের…

Moto G সিরিজ যে Motorola-র সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন লাইনআপ, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই৷ চলতি বছরে 4G ও 5G স্মার্টফোন মিলিয়ে Moto G লাইনআপের মোট সাতটি মডেলের আত্মপ্রকাশ ঘটেছে৷ এখানেই না থেমে আরও একটি Moto G হ্যান্ডসেট লঞ্চের পরিকল্পনা করছে সংস্থা, যা Moto G Pure নামে বাজারে আসতে চলেছে৷

একটি বাজেট ও মিড-রেঞ্জ স্মার্টফোনের স্পেসিফিকেশনের সংমিশ্রণ রয়েছে Moto G Pure মডেলে, ডিজাইন অনেকটা Moto E-এর মতো৷ বিখ্যাত টিপস্টার ক্রিস হেমারস্টোফার ওরফে অনলিকসের সাথে জাউটন যৌথ ভাবে Moto G Pure-এর রেন্ডার প্রকাশ করেছে৷

https://youtu.be/BgrUcBCfy-E

ছবি ও ভিডিও রেন্ডারে দেখা যায়, Moto G Pure-এর ফ্রন্ট প্যানেলে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে৷ ফোনটির ব্যাক প্যানেলে আছে ডুয়েল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ অডিও জ্যাক ফোনের উপরের দিকে অবস্থিত৷ চার্জিংয়ের জন্য এতে ইউএসবি-টাইপ সি পোর্ট পাওয়া যাবে৷

মোটো জি পিওর ফোনে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে৷ রিপোর্ট অনুযায়ী এটি অ্যামোলেড প্যানেল হতে পারে৷ ফোনটি মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর দ্বারা চালিত হবে৷ বেস মডেলে থাকবে ৩ জিবি র‌্যাম + ৩১ জিবি স্টোরেজ৷

ফোটোগ্রাফির জন্য মোটো জি পিওর ট্রিপল ক্যামেরার সাথে আসবে৷ প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল, এর সাথে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকবে৷ সেলফির জন্য ওয়াটারড্রপ নচের ভিতরে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হবে৷

এছাড়া ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, নয়েজ ক্যান্সেলেশনের জন্য ডেডিকেটেড মাইক্রোফোন, এবং ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে মোটো জি পিওর৷

সামনের মাসে উত্তর আমেরিকায় লঞ্চ হবে ফোনটি৷ Moto G Pure ইলেকট্রিক গ্রাফাইট ও লেগুন গ্রীন কালার অপশনে পাওয়া যাবে৷ দাম হতে পারে ৩০০ থেকে ৩৫০ ডলারের মধ্যে৷ ফোনের স্পেসিফিকেশন বিচার করলে এই দাম অত্যাধিক বেশি৷

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন