iQOO Neo 6: তিনদিন পরেই লঞ্চ, তার আগেই সমস্ত স্পেসিফিকেশন ফাঁস নয়া আইকো স্মার্টফোনের

স্মার্টফোন সংস্থা আইকো আগামী ১৩ এপ্রিল চীনের বাজারে লঞ্চ করতে চলেছে iQOO Neo 6 স্মার্টফোনটি। ইতিমধ্যেই এই স্মার্টফোনটি চীনের জেডি.কম (JD.com) ওয়েবসাইটে একাধিক কালার অপশন সহ তালিকাভুক্ত হয়েছে। তবে আসন্ন লঞ্চের আগেই একটি রিপোর্টের মাধ্যমে iQOO Neo 6-এর প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে। দাবি করা হয়েছে, এই আপকামিং আইকো হ্যান্ডসেটটি ৬.৬২ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ আসবে। আবার এই ডিভাইসে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আসুন আপকামিং iQOO Neo 6-এর স্পেসিফিকেশনের সংক্রান্ত কি কি নতুন তথ্য প্রকাশ্যে এল, সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

আইকো নিও ৬- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (iQOO Neo 6 Expected Specifications)

মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)- এর নতুন রিপোর্ট অনুযায়ী, টিপস্টার ইশান আগরওয়াল জানিয়েছেন, আসন্ন আইকো নিও ৬ ফোনে একটি ৬.৬২ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৩৯৭পিপিআই পিক্সেল ঘনত্ব অফার করবে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। আইকো নিও ৬ ফোনটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – এই তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, iQOO Neo 6-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে, যার মধ্যে এফ/১.৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্সএবং একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট শুটার উপস্থিত থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 6-এ ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হতে পারে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করতে পারে।

উল্লেখ্য, iQOO Neo 6 -কে ব্ল্যাক, ব্লু ও অরেঞ্জ- এই তিনটি কালার অপশনে চীনের রিটেইলার ওয়েবসাইট জেডি.কম (JD.com)-এ তালিকাভুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটি আগামী ১৩ এপ্রিল চীনের মার্কেটে আত্মপ্রকাশ করবে।