Realme C31 বাজেট রেঞ্জে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট ও 5000mAh ব্যাটারি সহ আসছে

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে চীনা সংস্থা রিয়েলমি (Realme) তাদের সি সিরিজের অধীনে একাধিক বাজেট-কেন্দ্রিক স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল Realme C31 স্মার্টফোনটি। কারণ ইতিমধ্যেই এই এন্ট্রি-লেভেল ফোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC), থাইল্যান্ডের এনটিবিসি (NTBC) ও টিইউভি (TUV)- এর মত সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে। এই সাইটগুলোর লিস্টিং থেকে ফোন সম্পর্কীত একাধিক তথ্যও প্রকাশ্যে এসেছে। আবার এখন Realme C31 ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইট থেকেও অনুমোদন পেল। যার ফলে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে এই হ্যান্ডসেটটি শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে।

Realme C31 লাভ করলো একাধিক গুরুত্বপূর্ণ সাইটের সার্টিফিকেশন

RMX3501 মডেল নম্বর সহ রিয়েলমি সি৩১ স্মার্টফোনটি ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। কিন্তু এই সাইট থেকে আসন্ন ফোনটি সম্পর্কে কোনও তথ্যই সামনে আসেনি। তবে এর আগে বেশ কিছু সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হওয়ার ফলে ইতিমধ্যেই রিয়েলমি সি৩১- এর একাধিক প্রধান স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এর থেকে আশা করা যায় যে এই এন্ট্রি-লেভেল ফোনটি শীঘ্রই কয়েকটি মেজর মার্কেটে লঞ্চ হবে।

প্রসঙ্গত, বিভিন্ন সার্টিফিকেশন সাইটের লিস্টিং থেকে জানা গেছে, আসন্ন Realme C31 ফোনে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। জানিয়ে রাখি, গত বছরের মার্চ মাসে লঞ্চ হওয়া পূর্বসূরি Realme C21 ফোনেও এই একই চার্জিং সাপোর্ট ও ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে। তাই বলা যায় নতুন মডেলটিতে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে কোনও আপগ্রেড দেখা যাবে না। এছাড়াও, জানা গেছে, এই এন্ট্রি লেভেল রিয়েলমি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েল ইউআই (Realme UI)-এ রান করবে এবং এর কানেক্টিভিটি অপশনে সামিল থাকবে ব্লুটুথ ভি৫.০ সাপোর্ট।

এছাড়া, এখনও পর্যন্ত এই ডিভাইসটি সম্পর্কে আর কোনও তথ্য জানা যায়নি, তবে Realme C21 ফোনের উত্তরসূরি হিসেবে এতে কিছু একই ধরনের স্পেসিফিকেশন দেখতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। Realme C31 ফোনটি, পূর্বসূরির ১৩ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার চেয়ে ভাল ক্যামেরা সহ আসতে পারে এবং এটিতে এইচডি+ প্যানেল থাকতে পারে। এই আসন্ন রিয়েলমি ফোনে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকতে পারে।