Moto G53 vs Lava Blaze 5G: ১০ হাজার টাকা রেঞ্জে কোন ৫জি ফোন আপনার জন্য সেরা হবে দেখে নিন

গত ১৫ই ডিসেম্বর Motorola তাদের হোম-মার্কেটে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল। এই ইভেন্টে Moto G53 নামের একটি বাজেট রেঞ্জের ফোনের উপর থেকে পর্দা সরানো হয়। এটি মূলত গত এপ্রিলে আত্মপ্রকাশ করা Moto G52 ফোনের উত্তরসূরি হিসাবে এসেছে। মনে করা হচ্ছে, এই হ্যান্ডসেটটি ভারতের বাজারে প্রবেশ করলে Lava Blaze 5G এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। কারণ, Motorola এবং Lava, উভয় সংস্থার এই লেটেস্ট ফোন খুব কম দামে বাজারে এসেছে এবং এগুলির ফিচারের মধ্যে বিরাট কোনো পার্থক্য নেই। উদাহরণস্বরূপ, দুটি ফোনেই 5G কানেক্টিভিটি, HD+ ডিসপ্লে প্যানেল, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১২৮ জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে। তাই দুটি ফোনের মধ্যে কোনটি সেরা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমরা এই প্রতিবেদনে Moto G53 এবং Lava Blaze 5G স্মার্টফোনের দাম ও ফিচারের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেগুলি জানাবো।

Moto G53 vs Lava Blaze 5G : ডিসপ্লে, সেন্সর

মোটো জি৫৩ ফোনের সামনে দেখা যাবে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) এলসিডি প্যানেল, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

লাভা ব্লেজ ৫জি ফোনে আছে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, যা ওয়াইডভিন এল১ (Widevine L1) সমর্থন করে। নিরাপত্তার জন্য এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার বিদ্যমান।

Moto G53 vs Lava Blaze 5G : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

মোটো জি৫৩ স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য এতে অক্টা কোর কোয়ালকম চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাই ইউআই ৫.০ কাস্টম স্কিনে রান করে। স্টোরেজ হিসাবে আলোচ্য ডিভাইসে ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।

লাভা ব্লেজ ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। আলোচ্য মডেলে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ বর্তমান। যদিও সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এই ৫জি হ্যান্ডসেটে অতিরিক্ত ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আর মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়াতে যাবে।

Moto G53 vs Lava Blaze 5G : ক্যামেরা সেটআপ

ক্যামেরা ফ্রন্টের কথা বললে মোটোরোলা আনীত এই স্মার্টফোনের পিছনে দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার ডিসপ্লের উপরিভাগে থাকা পাঞ্চ হোল কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য লাভা ব্লেজ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সয়েল ম্যাক্রো লেন্স এবং একটি VGA শুটার। এই রিয়ার ক্যামেরাগুলি ২কে (2k) ফরম্যাটে ভিডিও রেকর্ড করতে সমর্থ। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

Moto G53 vs Lava Blaze 5G : ব্যাটারি, কানেক্টিভিটি অপশন

কানেক্টিভিটির জন্য মোটো জি৫৩ স্মার্টফোনে – ডুয়েল সিম স্লট, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির জন্য লাভা ব্লেজ ৫জি স্মার্টফোনে সামিল রয়েছে – ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। আবার পাওয়ার ব্যাকআপের কথা বললে আলোচ্য মডেলেও ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

Moto G53 vs Lava Blaze 5G : পরিমাপ

মোটো জি৫৩ স্মার্টফোনের পরিমাপ ১৬২.৭x৭৪.৭x৮.২ মিমি এবং ওজন ১৮৩ গ্রাম।

লাভা ব্লেজ ৫জি স্মার্টফোনের পরিমাপ ১৬৫.৩x৭৬.৪x৮.৯ মিমি এবং ওজন ২০৭ গ্রাম।

Moto G53 vs Lava Blaze 5G : দাম

মোটো জি৫৩ স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ইউয়ান (প্রায় ১০,৭০০ টাকা) রাখা হয়েছে। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১,০৯৯ ইউয়ান (প্রায় ১৩,০০০ টাকা)। এটি ব্ল্যাক ও গ্রে কালারে লঞ্চ হয়েছে।

ভারতে লাভা ব্লেজ ৫জি স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ দাম রাখা হয়েছিল ১০,৯৯৯ টাকা। এটি – গ্লাস গ্রিন এবং গ্লাস ব্লু কালার বিকল্পে এসেছে।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

10 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago