৭৯৯ টাকা থেকে ব্লুটুথ ইয়ারফোন, ২ হাজার টাকা ছাড়ে স্মার্টওয়াচ, শুরু হল Flipkart Grand Gadget Days Sale

সদ্য গত ২২ জানুয়ারি শেষ হয়েছে Big Saving Days Sale, তার রেশ কাটতে না কাটতেই গ্রাহকদের খুশি করতে পরের দিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে Grand Gadget Days Sale (গ্র্যান্ড গ্যাজেট ডেজ সেল) নিয়ে হাজির হয়ে গেছে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart (ফ্লিপকার্ট)। এই সেলটি চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত, এবং এখানে গ্রাহকরা বিভিন্ন ইলেকট্রনিক্স এবং অ্যাক্সেসরিজের ওপর ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। অর্থাৎ নাম থেকেই যেমনটা বোঝা যাচ্ছে যে, ইলেকট্রনিক্স গ্যাজেট প্রেমীদের জন্য একগুচ্ছ ধামাকাদার অফার নিয়ে এসেছে এই সেল।

সুতরাং, ডিজিটাল ক্যামেরা, স্মার্টওয়াচ, ট্রুলি ওয়্যারলেস স্টএরিও (TWS) ইয়ারবাড, ল্যাপটপ, মনিটর, প্রোজেক্টর, গেমিং হেডসেট, মাউস এবং কীবোর্ড সহ কম্পিউটার পেরিফেরাল, হেডফোন, স্পিকার এবং স্টোরেজ ডিভাইসের মতো ইলেকট্রনিক্স প্রোডাক্ট যদি আপনি কেনার প্ল্যান করে থাকেন, তবে এটাই হল আদর্শ সময়। Flipkart Grand Gadget Days সেলে আপনি বিভিন্ন ব্যাংক অফার, ক্যাশব্যাকের মাধ্যমে পছন্দের জিনিসটি কেনার ক্ষেত্রে অতিরিক্ত ছাড় পেতে পারেন, এবং সেইসাথে নো-কস্ট ইএমআই-এর মতো সুবিধাগুলিও উপলব্ধ থাকবে।

ফ্লিপকার্ট একটি ডেডিকেটেড ওয়েবপেজের মাধ্যমে ঘোষণা করেছে যে, এই সেলে TWS ইয়ারফোনগুলির দাম শুরু হচ্ছে ৭৯৯ টাকা থেকে, Fire-Boltt Talk স্মার্টওয়াচের দাম পড়বে ২,৯৯৯ টাকা (৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল), ক্যামেরার দাম শুরু হচ্ছে ৩,৯৯৯ টাকা থেকে, এবং Dell-এর ল্যাপটপগুলিতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। চলতি সেলে Nothing Ear 1 TWS ইয়ারফোন পাওয়া যাবে ৫,৪৯৯ টাকায়, গেমাররা Onikuma গেমিং হেডসেট ৮৯৯ টাকায় কিনতে পারবেন, এবং HP মাউস এবং কীবোর্ড কম্বো মাত্র ১৯৯ টাকায় কেনার সুযোগ পাওয়া যাবে।

এসবের পাশাপাশি Flipkart প্রিমিয়াম গ্যাজেটেও ছাড় দিচ্ছে। ৬৪ জিবি স্টোরেজ যুক্ত Apple iPad (নবম প্রজন্ম) ৩০,৯৯০ টাকায় কেনা যাবে। Samsung Galaxy Tab A7 Wi-Fi ভ্যারিয়েন্ট যা ১৭,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, সেটি এই সেলে ১৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে, Flipkart Grand Gadget Days Sale চলাকালীন ক্রেতারা Apple AirPods ১০,৯৯৯ টাকায় এবং Google Nest Mini (দ্বিতীয় প্রজন্ম) মাত্র ২,৭২০ টাকায় পকেটস্থ করার সুযোগ পাবেন।