5G সাপোর্ট সহ আসছে Moto G71, থাকবে 5000mAh ব্যাটারি

চলতি বছরে Moto G সিরিজে একাধিক স্মার্টফোন বাজারে এনেছে Motorola। যেগুলির মধ্যে Moto G50, Moto G50 5G, এবং Moto G60 উল্লেখযোগ্য। দুর্দান্ত ফিচারের কারণে এই ফোনগুলি গ্রাহকেরা বেশি পকেটস্থ করেছেন৷ তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, Moto G60 পুরোদস্তুর 4G ফোন। যেখানে এই রেঞ্জের অন্যান্য ফোনগুলি 5G সাপোর্ট করে। যার ফলে এবার Moto G60-এর উত্তরসূরিতে 5G নেটওয়ার্ক সাপোর্ট যোগ করছে মোটোরোলা। এটি Moto G71 নামে আত্মপ্রকাশ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Motorola xt2169-1 মডেল নম্বরের সাথে Moto G71 সম্প্রতি FCC ডেটাবেসে স্পট করা হয়েছিল এবং সেখানকার নথিপত্র থেকে ফোনটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কে ওয়াকিবহল হওয়া গিয়েছে। উল্লেখ্য, মডেল নম্বরটি যে আসলে Moto G71-এর, তা পূর্বে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল।

এফসিসি-র নথিপত্র অনুযায়ী, Moto G71 ফোনে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, 5G ডুয়েল সিম, এবং এনএফসি সাপোর্ট করবে। আরও জানা গিয়েছে, Moto G71-এ পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

মোটো জি৭১-এর সম্পর্কে এখনও বিশদে জানা বাকি। কারণ ফোনটি সবেমাত্র সার্টিফিকেশন স্টেজ পেরনো শুরু করেছে। তবে মোটো জি৭১ নভেম্বর বা ডিসেম্বর নাগাদ ইউরোপ ও আমেরিকার বাজারে লঞ্চ করা হলে বলে ধরে নেওয়া যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন