Moto G82 5G ইউরোপের পর এবার ভারতে আসছে, লঞ্চের তারিখ জানাল Motorola

গতমাসে ইউরোপের বাজারে লঞ্চ করার পর, এবার জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola) তাদের ভারতীয় গ্রাহকদের জন্য Moto G82 5G-এর আগমনের তারিখটি ঘোষনা করেছে। ব্র্যান্ড নিশ্চিত করেছে যে, ভারতে আগামী ৭ জুন এই ডিভাইসটির ওপর থেকে পর্দা সরানো হবে। লঞ্চের তারিখ প্রকাশ করার পাশাপাশি মোটোরোলা Moto G82 5G-এর বেশ কয়েকটি স্পেসিফিকেশন এবং একটি প্রোমোশনাল টিজারও প্রকাশ করেছে, যা আপকামিং হ্যান্ডসেটটির ডিজাইনটি প্রকাশ্যে এনেছে। চলুন লঞ্চের আগে এই নতুন মোটোরোলা ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Moto G82 5G ভারতের বাজারে আসছে আগামী সপ্তাহেই

মোটোরোলা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে নিশ্চিত করেছে যে, আগামী ৭ জুন আসন্ন মোটো জি৮২ ৫জি মডেলটি ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে।

এর সাথেই সংস্থা দ্বারা প্রকাশিত মোটো জি৮২ ৫জি-এর নয়া টিজারটি প্রকাশ করেছে যে, এটি পাঞ্চ-হোল ডিসপ্লের সাথে আসবে এবং স্মার্টফোনটির ব্যাক প্যানেলে দেখা যাবে ট্রিপল ক্যামেরা ইউনিট। টুইটটি নিশ্চিত করেছে যে, মোটো জি৮২ ৫জি-এ পোলেড (POLED) প্যানেল দেওয়া হবে, যা ১০-বিট কালার এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

এছাড়াও জানানো হয়েছে, মোটো জি৮২ ৫জি-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উপস্থিত থাকবে। মোটোরোলা, হ্যান্ডসেটটি লঞ্চের আগে এর আরও কিছু স্পেসিফিকেশন নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে। জি৮২ ৫জি ভারতীয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) ও রিলায়েন্স ডিজিটাল স্টোর (Reliance Digital Store) এর মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে।

মোটো জি৮২ ৫জি-এর স্পেসিফিকেশন (Moto G82 5G Specifications)

মোটো জি৮২ ৫জি যেহেতু ইতিমধ্যেই ইউরোপের মার্কেটে লঞ্চ হয়েছে তাই এর স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই। এতে ৬.৬ ইঞ্চির পোলেড (POLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত। এটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে এসেছে। আবার অতিরিক্ত স্টোরেজের জন্য মোটো জি৮২ ৫জি-এ একটি মাইক্রোএসডি কার্ড স্লটও দেওয়া হয়েছে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির জন্য, Moto G82 5G-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড স্ন্যাপার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স অন্তর্ভুক্ত রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যায়। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G82 5G-এ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি মিটিওরাইট গ্রে এবং হোয়াইট লিলি – এই দুই আকর্ষণীয় কালার অপশনে ইউরোপের বাজারে এসেছে। নিরাপত্তার জন্য, Moto G82 5G-তে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও বর্তমান।