CMF Phone 1 vs Moto G85 : ২০ হাজার টাকার বাজেটে সেরা ৫জি স্মার্টফোন কোনটি দেখুন

মোটোরোলা হালফিলে মোটো জি৮৫ স্মার্টফোন লঞ্চ করেছে। এর দাম শুরু হচ্ছে ১৭,৯৯৯ টাকা থেকে। এটি কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত। আর…

Moto G85 5G Vs Cmf Phone 1 Best 5G Smartphones Under Rupees 20000 Comparison

মোটোরোলা হালফিলে মোটো জি৮৫ স্মার্টফোন লঞ্চ করেছে। এর দাম শুরু হচ্ছে ১৭,৯৯৯ টাকা থেকে। এটি কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত। আর ফিচার হিসাবে এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, অ্যান্ড্রয়েড ১৪ ওএস, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। মনে করা হচ্ছে গত ১২ই জুলাই আত্মপ্রকাশ করা সিএমএফ ফোন ১ মডেলের সাথে মোটোরোলা ডিভাইসটি প্রতিদ্বন্দ্বিতা করবে। জানিয়ে রাখি নাথিং পরিচালিত সিএমএফ ব্র্যান্ডের হ্যান্ডসেটের দাম কিছুটা কম অর্থাৎ ১৫,৯৯৯ টাকা। চলুন লো-মিড রেঞ্জে কোন মডেল সেরা তা জানার জন্য মোটো জি৮৫ এবং সিএমএফ ফোন ১ -এর দাম ও স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্যগুলি দেখে নেওয়া যাক।

মোটো জি৮৫ বনাম সিএমএফ ফোন ১ : দাম

মোটো জি৮৫ স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা রাখা হয়েছে। আবার এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়।

সিএমএফ ফোন ১ মডেলের দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯ টাকা থেকে। এই দাম এর বেস ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের। অন্যদিকে ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে ১৭,৯৯৯ টাকা খসাতে হবে।

মোটো জি৮৫ বনাম সিএমএফ ফোন ১ : ডিজাইন

মোটো জি৮৫ ফোন ভেগান লেদার ফিনিশিং ব্যাক প্যানেলের সাথে এসেছে। এর পিছনে সামান্য উত্থিত আয়তক্ষেত্র ক্যামেরা মডিউল লক্ষ্যণীয়, যার মধ্যে দুটি সেন্সর উপস্থিত।

সিএমএফ ফোন ১ মডেলে মালিকসংস্থা নাথিং -এর অনুরূপ ডিজাইন দেখা যাবে না। তবে এর ডিজাইনও বেশ অনন্য। ডিভাইসটির অন্যতম বিশেষত্ব হল এতে অপসারণযোগ্য ব্যাক কভার আছে। ফলে ব্যবহারকারীরা পছন্দ মতো ফোনের ব্যাক কভার পরিবর্তন করতে পারবেন। যদিও ব্যাক কেসগুলি আলাদা ভাবে ক্রয় করতে হবে। ব্যাক কভার পরিবর্তনের জন্য একটি স্ক্রু ড্রাইভার দেওয়া হবে, যা দিয়ে প্যানেলে থাকা স্ক্রুগুলো সহজেই খোলা যাবে।

মোটো জি৮৫ বনাম সিএমএফ ফোন ১ : ডিসপ্লে

মোটো জি৮৫ ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড পোলেড টাচস্ক্রিন আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

সিএমএফ ফোন ১ এসেছে ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলড ফ্ল্যাট ডিসপ্লের সাথে। এই টাচ প্যানেল – ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৭০০ নিট পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্রাইটনেস এবং ২০০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

মোটো জি৮৫ বনাম সিএমএফ ফোন ১ : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

মোটো জি৮৫ ফোনে ব্যবহার করা হয়েছে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর। এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম + সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোন অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করে। সংস্থাটি এই হ্যান্ডসেটের সাথে ২ বছরের অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং ৪ বছরের সিকিউরিটি প্যাচ অফার করছে।

সিএমএফ ফোন ১ মডেলটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর সহ এসেছে, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংযুক্ত। এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করে। এই ফোনের সাথে ২ বছরের অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং ৩ বছরের সিকিউরিটি প্যাচের সুবিধা মিলবে।

মোটো জি৮৫ বনাম সিএমএফ ফোন ১ : ক্যামেরা সেটআপ

মোটোরোলা ব্র্যান্ডের এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সনি এলটিআইএ ৬০০ প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

মোটো জি৮৫ বনাম সিএমএফ ফোন ১ : ব্যাটারি, চার্জিং ক্যাপাসিটি, রেটিং

মোটো জি৮৫ এবং সিএমএফ ফোন ১ উভয় হ্যান্ডসেটেই ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও মোটোরোলা তাদের এই ফোনের সাথে বান্ডেল হিসাবে চার্জার দিচ্ছে। তবে এই সুবিধা সিএমএফ ফোন ১ এর সাথে পাওয়া যাবে না। চার্জার অ্যাডাপ্টর আলাদাভাবে কিনতে হবে। তদুপরি ফোনগুলি আইপি৫২ রেটিং প্রাপ্ত। ফলে জলের ছিঁটে অথবা হালকা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হবে না।

মোটো জি৮৫ বনাম সিএমএফ ফোন ১ : পরিমাপ

মোটো জি৮৫ স্মার্টফোন ১৬১.৯x৭৩.১x৭.৬ মিমি এবং ওজন ১৭১ গ্রাম।

সিএমএফ ফোন ১ হ্যান্ডসেটের পরিমাপ ১৬৪x৭৭x৮.২ মিমি এবং ওজনে ১৯৭/২০২ গ্রাম।