৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল Moto G9 Power, আছে স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর

Motorola তাদের Moto G9 সিরিজের নতুন স্মার্টফোন Moto G9 Power আজ ইউরোপের মার্কেটে লঞ্চ করলো। এই ফোনটি Moto G8 Power এর আপগ্রেড ভার্সন। জানিয়ে রাখি এর আগে মোটো জি৯ সিরিজে কোম্পানি Moto G9, Moto G9 Play ও Moto G9 Plus ফোনগুলি লঞ্চ করেছিল। অর্থাৎ নতুন পাওয়ার মডেলটি এই সিরিজের চতুর্থ ফোন। মোটো জি৯ পাওয়ারের কথা বললে, এই ফোনটি বাজেট রেঞ্জে এসেছে। এতে পাবেন ৬,০০০ এমএএইচ ব্যাটারি, পাঞ্চ হোল ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর ও ৬৪ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

Moto G9 Power এর দাম

মোটো জি৯ পাওয়ার এর দাম ১৯৯ ইউরো, যা প্রায় ১৭,৫০০ টাকার সমান। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ফোনটি মেটালিক শেজ ও ইলেকট্রিক ভায়োলেট কালারে পাওয়া যাবে। আগামী কয়েকমাসের মধ্যে ফোনটি ইউরোপ ছাড়াও এশিয়া, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে পাওয়া যাবে।

Moto G9 Power এর স্পেসিফিকেশন

মোটো জি৯ পাওয়ার ফোনে আছে ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ৭২০ x ১৬৪০ এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে পাবেন ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

ক্যামেরার কথা বললে Moto G9 Power ফোনের পিছনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল। অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪)। সেলফি ও ভিডিও কলের জন্য এতে আছে এফ/২.২৫ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এই ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। সাথে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। জানিয়ে রাখি Moto G8 Power ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল। এদিকে মোটো জি৯ পাওয়ার ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে।