কাল লঞ্চ হচ্ছে Moto Razr 2022, তার আগেই ফাঁস দাম, টেক্কা দেবে Samsung Galaxy Z Flip 4 কে

গত ২ আগস্ট আয়োজিত লঞ্চ ইভেন্টটি বাতিল হওয়ার পর মোটোরোলা অবশেষে আগামীকাল চীনা বাজারে তাদের বহু প্রতীক্ষিত Moto Razr 2022 ফোল্ডেবল ফোনটির সাথে Moto X30…

গত ২ আগস্ট আয়োজিত লঞ্চ ইভেন্টটি বাতিল হওয়ার পর মোটোরোলা অবশেষে আগামীকাল চীনা বাজারে তাদের বহু প্রতীক্ষিত Moto Razr 2022 ফোল্ডেবল ফোনটির সাথে Moto X30 Pro এবং S30 Pro ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলি উন্মোচন করতে চলেছে। এই ডিভাইসগুলি ইতিমধ্যেই চীনের রিটেইল ওয়েবসাইট জিংডং (JD.com)-এর মাধ্যমে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে, যার তালিকাটি এগুলির অধিকাংশ প্রধান স্পেসিফিকেশনই সামনে এনেছে। তবে লঞ্চের একদিন আগে আজ মোটোরোলা আসন্ন Razr 2022-এর প্রারম্ভিক মূল্যটি প্রকাশ করেছে।

প্রকাশ্যে এল Moto Razr 2022-এর প্রারম্ভিক দাম

লেনোভো (Lenovo)-এর অধীনস্থ স্মার্টফোন ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে, মোটো রেজার ২০২২ ফ্ল্যাগশিপ ফোনটির দাম শুরু হবে ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭০,৬০০ টাকা) থেকে। ডিভাইসটি এর আগে চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল, যার তালিকাটি প্রকাশ করেছে যে, এটি ৮ জিবি / ১২ জিবি / ১৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজ সহ আসবে। তাই বোঝাই যাচ্ছে যে, মোটো রেজার ২০২২-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটি ৫,৯৯৯ ইউয়ান মূল্যে লঞ্চ হবে।

প্রসঙ্গত, মোটো রেজার ২০২২, আজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলা গ্যালাক্সি জেড ফ্লিপ ৪-এর একটি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। স্যামসাংয়ের ক্ল্যামশেল ডিভাইসটিও চীনে উন্মোচিত হবে বলে জানা গেছে। গত বছর, গ্যালাক্সি জেড ফ্লিপ ৩-এর প্রারম্ভিক মূল্য ছিল ৭,৫৯৯ ইউয়ান (প্রায় ৮৯,৫০০ টাকা)। আর উন্নত স্পেসিফিকেশন সহ, জেড ফ্লিপ ৪-এর দাম ৭,৯৯৯ ইউয়ান (প্রায় ৯৪,২০০ টাকা) থেকে শুরু হতে পারে। সুতরাং, মনে করা হচ্ছে যে রেজার ২০২২ ফোল্ডেবল ফোনটি চীনা বাজারে জেড ফ্লিপ ৪-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম দামে পাওয়া যাবে।

জানিয়ে রাখি, চীনের রিটেইল ওয়েবসাইট জিংডং (JD.com)-এ উপলব্ধ Moto Razr 2022-এর রিজার্ভেশন তালিকাটি ফোনটির প্রায় সব স্পেসিফিকেশন এবং ফিচারগুলিই প্রকাশ করেছে। এই নতুন ফোল্ডেবল ডিভাইসটি ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল ওলেড (OLED) ডিসপ্লে সহ আসবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০+ সাপোর্ট করবে। আর ডিভাইসের পিছনে ২.৭ ইঞ্চির ওলেড কভার ডিসপ্লে দেখা যাবে। Moto Razr 2022 কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউআই ৪.০ (My UI 4.0) কাস্টম স্কিনে রান করবে, যা রেডি ফর ৩.৫ পিসি কানেক্টিভিটি ফিচার অফার করবে।

ফটোগ্রাফির জন্য, Razr 2022-এর রিয়ার প্যানেলে অবস্থিত ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড স্ন্যাপার উপস্থিত থাকবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোল্ডেবল ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto Razr 2022-এ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৩,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। এছাড়া নিরাপত্তার জন্য, এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।