কনটেন্ট ক্রিয়েটরদের জন্য Asus আনল ProArt StudioBook 16 OLED ও একঝাঁক VivoBook Pro ল্যাপটপ

আজ কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ ফ্ল্যাগশিপ ল্যাপটপ মডেল ProArt StudioBook 16 OLED (প্রোআর্ট স্টুডিওবুক ১৬ ওএলইডি) লঞ্চ করে নিজের ল্যাপটপ পোর্টফোলিও বেশ খানিকটা প্রসারিত করল তাইওয়ান ভিত্তিক কোম্পানি Asus (আসুস)। তবে এই মডেল ছাড়াও সংস্থাটি চার-চারটি VivoBook ল্যাপটপ মডেল বাজারে এনেছে; এগুলি হল VivoBook Pro 14 OLED (ভিভোবুক প্রো ১৪ ওএলইডি), VivoBook Pro 15 OLED (ভিভোবুক প্রো ১৫ ওএলইডি), VivoBook Pro 14X OLED (ভিভোবুক প্রো ১৪এক্স ওএলইডি) এবং VivoBook Pro 16X OLED (ভিভোবুক প্রো ১৬এক্স ওএলইডি)। ফিচারের কথা বললে, এই নতুন ল্যাপটপগুলির কিছু মডেলে Windows 11 ওএস দেখা যাবে, যেখানে অন্য মডেলে আপগ্রেডযোগ্য Windows 10 অপারেটিং সিস্টেম বিদ্যমান। এছাড়া ল্যাপটপগুলি OLED ডিসপ্লে এবং আরও অনেক ফিচার সহ এসেছে। আসুন এই নতুন পাঁচটি Asus ল্যাপটপের স্পেসিফিকেশন এবং দাম জেনে নিই।

Asus ProArt StudioBook 16 OLED এবং VivoBook 14, 14X, 15, 16X OLED ল্যাপটপের দাম, উপলব্ধতা

ভারতের আসুস প্রোআর্ট স্টুডিওবুক ১৬ ওএলইডি ল্যাপটপের দাম রাখা হয়েছে ১,৬৯,৯৯০ টাকা। এটি আগামী জানুয়ারী থেকে অ্যামাজন-ফ্লিপকার্টের মত অনলাইন চ্যানেল এবং নির্মাতা সংস্থার আরওজি (ROG) স্টোর বা আসুস এক্সক্লুসিভ স্টোরের মাধ্যমে কেনা যাবে। অন্যদিকে, আসুস ভিভোবুক প্রো ১৪ ওএলইডি ও ১৫ ওএলইডি মডেলের ইন্টেল ভ্যারিয়েন্টের দাম শুরু হবে ৭৪,৯৯০ টাকা থেকে; এগুলির AMD মডেল এসেছে ৯৪,৯৯০ টাকা এবং ১,০৪,৯৯০ টাকা থেকে। এছাড়া ভিভোবুক প্রো ১৪এক্স ওএলইডির ইন্টেল ভ্যারিয়েন্ট ৯৪,৯৯০ টাকায় এবং AMD মডেল ১,০৯,৯৯০ টাকায় বিক্রি হবে। একইভাবে ভিভোবুক প্রো ১৬এক্স ওএলইডি ল্যাপটপটি কিনতে গেলে নূন্যতম ১,২৪,৯৯০ টাকা লাগবে। এক্ষেত্রে চারটি নতুন ভিভোবুক মডেল আজ থেকেই বিভিন্ন অনলাইন এবং অফলাইন স্টোরের মাধ্যমে বিক্রির জন্য উপলব্ধ হবে৷

Asus ProArt StudioBook 16 OLED ল্যাপটপের স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, আসুস প্রোআর্ট স্টুডিওবুক ১৬ ওএলইডি ল্যাপটপে ১৬ ইঞ্চি 4K OLED HDR ডিসপ্লে রয়েছে; এর স্ক্রিন রেশিও ১৬:১০ এবং এতে ১০০% DCI-P3 কালার গ্যামট সাপোর্ট করবে। ডিসপ্লেটি প্যান্টোনের পাশাপাশি ক্যালম্যানের সার্টিফিকেশন প্রাপ্ত। এছাড়া ফটোশপ, প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টসহ অন্যান্য অ্যাপে কাজ করার সময় ইউজারদের সেটিংস সামঞ্জস্য করার জন্য ল্যাপটপটিতে একটি ফিজিক্যাল আসুস ডায়ালও দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রোআর্ট স্টুডিওবুক, রাইজেন ৫০০০ সিরিজ (এইচ৫৬০০) প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স (Nvidia GeForce) আরটিএক্স ৩০৭০ (এইচ৫৬০০) গ্রাফিক্স দ্বারা চালিত হয়, যেখানে এতে এনভিডিয়া স্টুডিও ড্রাইভার প্রিলোড থাকবে। আবার ল্যাপটপটি চারটি PCIe 3.0 বা PCIe 4.0 SSD সাপোর্ট করে এবং এতে ৬৪ জিবি পর্যন্ত ৩২০০ মেগাহার্টজ DDR4 র‌্যাম, ইউএসবি ৩.২ জেন ২ টাইপ সি পোর্ট, এইচডিএমআই ২.১, SSD Express 7.0 কার্ড রিডার ইত্যাদি বিকল্প মিলবে।

Asus VivoBook 14, 14X, 15, 16X OLED ল্যাপটপের স্পেসিফিকেশন

Asus VivoBook Pro 14 OLED এবং VivoBook Pro 15 OLED: এই দুটি ল্যাপটপের তফাত কেবল সাইজে। বুঝতেই পারছেন ভিভোবুক প্রো ১৪ ওএলইডি মডেলটি ১৪ ইঞ্চি স্ক্রিনসহ এসেছে, যেখানে ১৫ ওএলইডি মডেলে ১৫ ইঞ্চি NanoEdge 2.8K বা ফুল-এইচডি ডিসপ্লে দেখা যাবে। এই ল্যাপটপগুলিতে হারমান কার্ডন-টিউনড অডিও সিস্টেম উপস্থিত। ল্যাপটপ দুটি এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ গ্রাফিক্সসহ এএমডি রাইজেন ৫০০০ এইচ বা ইন্টেল কোর আই৭ প্রসেসর সহ পাওয়া যাবে। উল্লেখ্য, এই দুটি ল্যাপটপেই ওয়াইফাই ৬ ও হিট ম্যানেজমেন্টের জন্য ডুয়াল-ফ্যান কুলিং সিস্টেম বিদ্যমান। এগুলি কুল ব্লু এবং কুল সিলভার রঙে কেনা যাবে।

Asus VivoBook Pro 14X OLED এবং VivoBook Pro 16X OLED: এই দুটি ল্যাপটপ ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে এবং এগুলিতে NanoEdge 4K OLED প্যানেল বর্তমান। অন্যদিকে এগুলি এএমডি রাইজেন ৫০০০ এইচ বা ইন্টেল কোর আই৭ প্রসেসর সহ পাওয়া যাবে, যার সাথে থাকবে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ টিআই গ্রাফিক্স, ডুয়াল-ফ্যান কুলিং ডিজাইন এবং ৯৬ ওয়াট আওয়ারের ব্যাটারি। এছাড়া ল্যাপটপগুলিতে সংস্থার ডায়ালপ্যাড বর্তমান। আবার উভয় মডেলই ব্ল্যাক ও কুল সিলভার রঙের অ্যানোডাইজড-মেটাল বিল্ড বা মিটিওর হোয়াইট ও কমেট গ্রে রঙের একটি ওয়েভ-কোটিং বডি সহ বেছে নেওয়ার বিকল্প অফার করবে৷