Moto Tab G20 বাজেট রেঞ্জে বাজারে আসছে, ফিচার সহ দেখা গেল Google Play Console-এ

ট্যাবলেট ডিভাইসের বাজারে পুনরায় এন্ট্রি নিচ্ছে মোটোরোলা (Motorola)। অবাক হওয়ার অবশ্য কিছু নেই! কারণ অনলাইন পড়াশোনা এবং ওয়ার্ক ফ্রোম হোমের সৌজন্যে ট্যাবের চাহিদা যেভাবে বাড়ছে, তাতে প্রথম সারির স্মার্টফোন ব্র্যান্ডগুলি ইতিমধ্যেই ট্যাবের বাজার দখলের ব্লুপ্রিন্ট তৈরি করতে বসে পড়েছে। পিছিয়ে নেয় মোটোরোলাও; Moto Tab G20 নামে একটি নতুন মডেলের উপর কাজ করছে তারা৷ গুগল প্লে কনসোলে ডিভাইসটি তালিকাভুক্ত হয়েছে। সেই লিস্টিং থেকে প্রকাশ হয়েছে Moto Tab G20-এর ছবি ও কয়েকটি স্পেসিফিকেশন।

Moto Tab G20-এর Google Play Console লিস্টিং

প্লে কনসোলের লিস্টিং দেখাচ্ছে, মোটো ট্যাব জি২০ ডিভাইসটির রেজোলিউশন ৮০০x১২০০ পিক্সেল। MT8768A প্রসেসর দ্বারা চালিত হবে ট্যাবটি। মডেল নম্বর ইঙ্গিত করছে, অক্টা-কোর হেলিও পি২২ চিপসেট-সহ আসবে মোটো ট্যাব জি২০।

এছাড়া মোটো ট্যাব জি২০-তে ৩ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১১ প্রি-ইনস্টলড থাকবে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আমাদের বিশ্বাস। এছাড়া ট্যাবটির ফিচার সম্পর্কে আর কিছু জানা যায়নি।

Moto Tab G20 কি Lenovo Tab M8 (3rd gen)-এর রিব্র্যান্ডেড ভার্সন?

ওয়াকিবহল মহলের মত, মোটোরোলার মালিক কোম্পানি লেনোভো তাদের Tab M8 (3rd gen) ট্যাবের রিব্র্যান্ডিং ভার্সন হিসেবে Moto Tab G20 লঞ্চ করতে পারে। গত জুন মাসে লেনোভোর ট্যাবটি বাজারে এসেছিল।

Lenovo Tab M8 (3rd gen) স্পেসিফিকেশন

লেনোভো ট্যাব এম৮ (তৃতীয় প্রজন্ম) ডিভাইসে রয়েছে ৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, হেলিও পি২২টি প্রসেসর, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ। আবার ফটোগ্রাফির জন্য এতে আছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়া ট্যাবটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ডলবি এটমস স্পিকার সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন