Moto X30 Pro আসছে 12 জিবি র‌্যাম ও Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে, দেখা গেল Geekbench-এ

মোটোরোলা তাদের নতুন Moto X30 Pro হ্যান্ডসেটটি শীঘ্রই লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই এই আপকামিং ফোনটি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। আর এখন এই স্মার্টফোনটিকে গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে স্পট করা হয়েছে, যা আসন্ন স্মার্টফোনের বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। গিকবেঞ্চ তালিকা থেকে জানা যাচ্ছে যে, স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২, একটি অক্টা-কোর প্রসেসর এবং ১২ জিবি র‍্যামের সাথে আসবে। Moto X30 Pro আগামী ২ আগস্ট চীনে লঞ্চ হতে চলেছে৷ এটি সম্ভবত “Moto Edge 30 Ultra” নামে বিশ্ব বাজারে পা রাখবে।

Moto X30 Pro-কে দেখা গেছে GeekBench-এর সাইটে

XT2241-1 মডেল নম্বর সহ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে একটি নতুন মোটোরোলা স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে। পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, এই মডেল নম্বরটি মোটোরোলা মোটো এক্স৩০ প্রো-এর সাথে যুক্ত। এই গিকবেঞ্চ তালিকাটি মাইস্মার্টপ্রাইস (MySmartPrice) প্রাথমিকভাবে স্পট করেছে।

প্রসঙ্গত, গিকবেঞ্চের তালিকাটি প্রকাশ করেছে যে, মোটো এক্স৩০ প্রো অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। এটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ অক্টা-কোর দ্বারা চালিত হবে, যার সাথে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকবে। আবার গিকবেঞ্চের সিঙ্গেল-কোর স্মার্টফোনটি টেস্টে ১,২৫২ এবং মাল্টি-কোর টেস্টে ৩,৯৭২ স্কোর লাভ করেছে।

এছাড়া, শক্তিশালী প্রসেসর ছাড়াও Moto X30 Pro-এ চমকপ্রদ ক্যামেরা সেটআপও থাকবে। কোম্পানি নিশ্চিত করেছে যে, এই ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ডিভাইসে ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। তবে এই Moto X30 Pro-এর ব্যাটারির ক্ষমতা এখনও প্রকাশ করেনি সংস্থা। যদিও আশা করা যায় এটি স্ট্যান্ডার্ড ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ইউনিট হবে।

উল্লেখ্য, Moto X30 Pro-তে সেলফি ক্যামেরার জন্য সেন্টার পাঞ্চড-হোল কাট-আউট সহ ৬.৭৩ ইঞ্চির পি-ওলেড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে কার্ভড এজ দেখা যাবে এবং এটি ফুল এইচডি+ রেজোলিউশন ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে সর্বাধিক ১২ জিবি এল পিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। X30 Pro অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক লেটেস্ট মাইইউআই ৪.০ (MyUI 4.0) কাস্টম স্কিনে রান করবে। নিরাপত্তার জন্য, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।