Motorola Edge 20 Fusion, Motorola Edge 20 দুর্দান্ত ফিচার সহ ভারতে আসছে, কবে লঞ্চ হবে, দামই বা কত হবে জানুন

Motorola Edge 20 Fusion, Motorola Edge 20 আগামী ১৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে। আজ কোম্পানির তরফে ফোন দুটির লঞ্চের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ই-কমার্স সাইট, Flipkart থেকেও Motorola Edge 20 Fusion, Motorola Edge 20 এর লঞ্চের তারিখ সহ স্পেসিফিকেশন সামনে আনা হয়েছে। উল্লেখ্য সপ্তাহখানেক আগে Moto Edge 20 Pro (মোটো এজ ২০ প্রো), Edge 20 (এজ ২০) এবং Edge 20 Lite (এজ ২০ লাইট) গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। এর মধ্যে Edge 20 Lite ফোনটি Motorola Edge 20 Fusion নামে ভারতে লঞ্চ হবে বলে জল্পনা রয়েছে।

Motorola Edge 20 Fusion, Motorola Edge 20 কখন লঞ্চ হবে

মোটোরোলার ইনস্টাগ্রাম পোস্ট অনুযায়ী, মোটোরোলা এজ ২০ ফিউশন ও মোটোরোলা এজ ২০ আগামী ১৭ আগস্ট দুপুর ১২টায় লঞ্চ হবে। ফোন দুটি ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।

Motorola Edge 20 Fusion, Motorola Edge 20 এর দাম (সম্ভাব্য)

ভারতে এই দুটি ফোনের দাম এখনও জানা যায়নি। তবে ইউরোপে মোটোরোলা এজ ২০ লাইট ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৩৪৯.৯৯ ইউরো (প্রায় ৩০,৮৯৫ টাকা)। ফলে এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসা মোটোরোলা এজ ২০ ফিউশন এর মূল্য ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে।

আবার গ্লোবাল মার্কেটে মোটোরোলা এজ ২০ ফোনের দাম শুরু হয়েছে (৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজে) ৪৯৯.৯৯ ইউরো থেকে, যা প্রায় ৪৪,১০০ টাকার সমান। তবে ট্রেন্ড অনুযায়ী, মোটোরোলা ভারতে ইউরোপের তুলনায় ১০,০০০-১৫,০০০ টাকা কমে এই ফোনটি লঞ্চ করতে পারে।

Motorola Edge 20 Fusion, Motorola Edge 20 এর স্পেসিফিকেশন

ইউরোপে যেহেতু ফোন দুটি (এজ ২০ ও এজ ২০ লাইট) আগেই লঞ্চ হয়েছে, তাই এদের স্পেসিফিকেশন আমাদের জানা। সেক্ষেত্রে মোটোরোলা এজ ২০ ফিউশন ও মোটোরোলা এজ ২০ ফোনে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) OLED ডিসপ্লে দেখা যাবে। এর মধ্যে দ্বিতীয় ফোনটির ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। যেখানে ফিউশন মডেলে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে।

আবার Motorola Edge 20 Fusion ফোনে পাওয়া যাবে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ম্যাক্রো ভিশন সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

যেখানে Motorola Edge 20 ফোনে থাকবে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,০০০ এমএএইচ ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা (১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ম্যাক্রো সেন্সর এবং ৩০এক্স জুম সহ ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স)। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দুটি ফোনেই ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

Motorola Edge 20, Edge 20 Fusion ফোন দুটি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর সহ আসবে। এছাড়া ফোন দুটি ৮ জিবি র‌্যাম ও ১২৮/২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। ফোনগুলি অ্যান্ড্রয়েড ১১ নির্ভর অপারেটিং সিস্টেমে চলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন