১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Motorola Edge 20 Fusion আজ আকর্ষণীয় অফারের সাথে কেনার সুযোগ

Motorola গত ১৭ই আগস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এর সাথে হাত মিলিয়ে তাদের লেটেস্ট স্মার্টফোন Motorola Edge 20 Fusion ভারতে লঞ্চ করেছিল।আজ এই ফোনটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে। দুপুর ১২টায় ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কেনা যাবে। সেল অফার হিসাবে Motorola Edge 20 Fusion-এর সাথে নানাবিধ ব্যাঙ্ক কার্ড অফার, এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।মোটোরোলার এই নয়া ফোনে রয়েছে OLED ম্যাক্স ভিশন ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ৮০০ইউ ৫জি এসওসি, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।

Motorola Edge 20 Fusion দাম ও সেল অফার

মোটোরোলা এজ ২০ ফিউশন স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৪৯৯ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ধার্য করা হয়েছে ২২,৯৯৯ টাকা। এটিকে সাইবার টিল এবং ইলেকট্রিক গ্রাফাইট কালারে পাওয়া যাবে।

এবার আসা যাক অফারের প্রসঙ্গে। এই মোটোরোলা এজ ২০ ফিউশন ফোনটি কেনার ক্ষেত্রে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা পেমেন্ট করার সময়ে ৫,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। Bank of Baroda -এর মাস্টারকার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টে করলে ১০% ছাড় দেওয়া হবে। পুরোনো হ্যান্ডসেট বদল করে মোটোরোলার এই স্মার্টফোনটি কিনলে, ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু অফার করা হবে। এছাড়া নো-কস্ট ইএমআই অপশনও উপলব্ধ।

Motorola Edge 20 Fusion স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ২০ ফিউশন স্মার্টফোনে, ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) OLED ম্যাক্স ভিশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের, এসপেক্ট রেশিও ২০:৯ এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ।ফাস্ট-পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর মিডিয়াটেক ৮০০ইউ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মাইইউএক্স (MyUX) কাস্টম ওএস ভার্সন দ্বারা চালিত হবে।

মোটোরোলা এজ ২০ ফিউশন স্মার্টফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা দেখা যাবে। এই ক্যামেরাগুলি হলো, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। একই সাথে, সেলফি বা ভিডিও কলিংয়ের সুবিধার্থে থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩০ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন