Motorola Edge 30 Fusion হতে পারে ফ্ল্যাগশিপ কিলার, দ্রুত লঞ্চের সম্ভাবনা উজ্জ্বল করল FCC সার্টিফিকেশন

বেশকিছু মাস ধরেই জল্পনা চলছে যে, মোটোরোলা (Motorola) তাদের Edge সিরিজের অধীনে আপকামিং Motorola Edge 30 Fusion হ্যান্ডসেটটির ওপর কাজ করছে। এটি গত বছর লঞ্চ হওয়া Edge 20 Fusion-এর আপগ্রেডেড সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করবে। সম্প্রতি XT2243-1 মডেল নম্বর সহ একটি মোটোরোলা ডিভাইস টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে এবং সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, এটি Motorola Edge 30 Fusion নামের সাথে লঞ্চ হবে। এছাড়া, হ্যান্ডসেটটিকে Wi-Fi Allience এবং চীনের 3C (CCC)-এর মতো একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও স্পট করা হয়েছে। এখন এই একই ফোনটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) ওয়েবসাইটেও দেখা গেল। চলুন এই সার্টিফিকেশন সাইট থেকে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Motorola Edge 30 Fusion পেল FCC-এর অনুমোদন

XT2243-1 মডেল নম্বর সহ একটি মোটোরোলা ফোন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। আর ইতিমধ্যেই জানা গেছে যে, এই মডেল নম্বরটি মোটোরোলা এজ ৩০ ফিউশন-এর। এফসিসি-এর তালিকাটি প্রকাশ করেছে যে, এটি একটি ৫জি ডিভাইস হবে এবং ফোনটি ডুয়েল সিম সাপোর্ট, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, এনএফসি এবং ব্লুটুথ-এর মতো কানেক্টিভিটি অপশনগুলি অফার করবে। এই তালিকায় আরও উল্লেখ করা হয়েছে যে, ডিভাইসটিতে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে এবং এটি একটি ৬৮.২ ওয়াটের চার্জারের সাথে আসবে।

মোটোরোলা এজ ৩০ ফিউশন-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Motorola Edge 30 Fusion Expected Specifications)

মোটোরোলা এজ ৩০ ফিউশন-এ ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে কমপক্ষে ৯০ হার্টজ৷ এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ইউ চিপসেট এবং ৮ জিবি র‍্যাম রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এটি ১২৮ জিবি স্টোরেজ অফার করতে পারে এবং অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলতে পারে।

ফটোগ্রাফির জন্য, Motorola Edge 30 Fusion-এর রিয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। ক্যামেরা সেটআপের অন্যান্য ক্যামেরা সেন্সরগুলির সঠিক বিবরণ এখনও জানা যায়নি। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৪০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

উল্লেখ্য, এখন যেহেতু Motorola Edge 30 Fusion ফোনটি একাধিক সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে, তাই মনে করা হচ্ছে এটি খুব শীঘ্রই বিশ্ববাজারে পা রাখবে। এটি সম্ভবত আগস্টের প্রথম দিকে বিভিন্ন দেশের মার্কেটে আত্মপ্রকাশ করবে। ইউরোপে Edge 30 Fusion-এর দাম হবে সম্ভবত ৬৭৯ ইউরো (প্রায় ৫৫,৪০০ টাকা) এবং এটি শুধুমাত্র ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।