Motorola Edge 30 Fusion দুর্দান্ত ক্যামেরা ও 144Hz ডিসপ্লে সহ ভারতে আসছে, হবে ফ্ল্যাগশিপ কিলার

গতমাসে Motorola চীনে Moto Razr 2022, Moto X30 Pro, Moto S30 Pro নামের তিনটি ফোনের উপর থেকে পর্দা সরায়। এরপর সম্প্রতি সংস্থাটি জানিয়েছে যে, আগামী ৮ সেপ্টেম্বর ভারত সহ গ্লোবাল মার্কেটে তিনটি Edge সিরিজের ফোন লঞ্চ করা হবে। অনুমান করা হচ্ছে Moto X30 Pro ও Moto S30 Pro রিব্র্যান্ড করে যথাক্রমে Motorola Edge 30 Ultra, Motorola Edge 30 Fusion নামে বিশ্ব বাজারে লঞ্চ করা হবে। এরমধ্যে শেষের ফোনটি ভারতে আসবে।

Motorola Edge 30 Fusion আসছে ভারতীয় বাজারে

টিপস্টার পরেশ গুগলানি দাবি করেছেন যে, মোটোরোলা শীঘ্রই ‘Tundra’ কোডনেমের একটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে। আর এই কোডনেমটি মোটোরোলা এজ ৩০ ফিউশন ফোনের বলে আগেই জানা গিয়েছিল, যেটি মোটো এস৩০ প্রো ফোনের রিব্যাজড ভার্সন হিসেবে আসবে।

সেক্ষেত্রে বলা যায় যে মোটোরোলা এজ ৩০ ফিউশন ফোনে মোটো এস৩০ প্রো এর মতো ফিচার দেখা যাবে। আসন্ন এই ফোনটি ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পি-ওলেড ডিসপ্লে অফার করবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর।

এছাড়া Motorola Edge 30 Fusion ফোনের পিছনে Moto S30 এর মতো দেখা যেতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হতে পারে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকতে পারে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।