জুলাইতে লঞ্চ হবে নতুন Motorola Edge 50 5G, সংস্থার ঘোষণার আগেই দাম প্রকাশ্যে

মোটোরোলা এজ ৫০ সিরিজে সম্প্রতি এজ ৫০ আল্ট্রা নামে একটি নতুন মডেল যুক্ত হয়েছে। এছাড়াও, এই লাইনআপে আগে থেকেই ফিউশন ও প্রো ভ্যারিয়েন্ট আছে। ফলে…

মোটোরোলা এজ ৫০ সিরিজে সম্প্রতি এজ ৫০ আল্ট্রা নামে একটি নতুন মডেল যুক্ত হয়েছে। এছাড়াও, এই লাইনআপে আগে থেকেই ফিউশন ও প্রো ভ্যারিয়েন্ট আছে। ফলে জল্পনা শোনা যাচ্ছিল, বেস মডেলটির ব্যাপারে শীঘ্রই ঘোষণা হতে পারে। সংস্থা অফিশিয়ালি কিছু না বললেও, গুঞ্জন সত্যি করে এবার স্ট্যান্ডার্ড মোটোরোলা এজ ৫০ সম্পর্কে তথ্য সামনে এসেছে।

সম্প্রতি টিডিআরএ, এফসিসি, ও ইসিসি সহ একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে মোটোরোলা এজ ৫০ মডেলটি দেখা গিয়েছে। আর আজ টিপস্টার সুধাংশু আম্ভোরকে উর্দ্ধৃত করে ৯১ মোবাইলস স্মার্টফোনটির দাম, স্টোরেজ, এবং কালার অপশন ফাঁস করেছে।

মোটোরোলা এজ ৫০ ৫জি: দাম, কালার অপশন

টিপস্টারের দাবি, ডিভাইসটির দাম হবে ৫৯৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩,৭০০ টাকার সমান। এটি ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য। ফোনটি এই মাসেই ইউরোপে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। কালার অপশন থাকবে তিনটি – গ্রীন, পিচ, এবং গ্রে৷ তবে ভারতে কবে আসবে, সেটা এখনও অজানা।

মোটোরোলা এজ ৫০ ৫জি কেমন স্পেসিফিকেশন অফার করবে তার কিছুটা ধারণা বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে পাওয়া গিয়েছে। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ মোটো এজ ৪০-এর ৪,৪০০এমএএইচ ব্যাটারির তুলনায় বড় আপগ্রেড থাকবে। এনএফসি সাপোর্ট ও অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সঙ্গে আসবে এই ফোন। এছাড়া, আর কিছু জানা যায়নি৷