Tech News

Motorola Edge 50 Neo ও Moto G35 5G লঞ্চ হবে শীঘ্রই, থাকবে OLED স্ক্রিন ও 68W চার্জিং

মোটোরোলা ভারতে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। একটি Edge সিরিজের এবং অপরটি G সিরিজের। কোম্পানি যদিও এই হ্যান্ডসেটগুলির লঞ্চ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে এখন, ভারতের বিএইএস (BIS) এবং জিসিএফ (GCF) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে সম্ভাব্য Motorola Edge 50 Neo এবং Moto G35 5G স্মার্টফোনগুলি দেখা গেছে। কি কি তথ্য উঠে এই এসেছে এই ফোনগুলির সম্পর্কে আসুন দেখে নেওয়া যাক।

আসন্ন Motorola স্মার্টফোন পেল BIS এবং GCF সার্টিফিকেশন

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন প্রকাশ করে যে, মোটোরোলা শীঘ্রই ভারতে XT2409-3 এবং XT2433-3 মডেল নম্বর সহ দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে৷ মডেলগুলি মোটোরোলা এজ 50 নিও এবং মোটো জি35 5জি নামের সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

গ্লোবাল সার্টিফিকেশন ফোরাম (GCF) সার্টিফিকেশনে XT2409-1 এবং XT2409-2 মডেল নম্বর সহ মোটোরোলা এজ 50 নিও ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টগুলিও দেখা গেছে। মডেল নম্বর ছাড়াও, সার্টিফিকেশনটি আসন্ন মটোরোলা স্মার্টফোনগুলির অন্য কোনও স্পেসিফিকেশন প্রকাশ করে না।

এছাড়াও, Motorola Edge 50 Neo মডেলের চীনা ভ্যারিয়েন্টটি ইতিমধ্যেই XT-2409-5 মডেল নম্বর সহ টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। তবে এটি চীনে Motorola S50 Neo নামে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। সার্টিফিকেশনটি প্রকাশ করেছে যে, মোটোরোলারর ডিভাইসে 1.5কে রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.36 ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে।

ডিভাইসটি MediaTek Dimensity 7300 প্রসেসর দ্বারা চালিত হবে এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করবে। Motorola Edge 50 Neo ফোনের প্রেস রেন্ডারও সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা নিশ্চিত করেছে যে এটি গ্রিসাইল (কালো), ল্যাটে (বেইজ), নটিক্যাল ব্লু এবং পয়েন্সিয়ানা (লাল) কালার অপশনে লঞ্চ হবে। এই কালার অপশনগুলি প্যানটোন (PANTON) স্বীকৃত।

Motorola Edge 50 Neo ফোনটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে একটি টেলিফটো ক্যামেরা অবস্থান করবে বলেও জানা গেছে। প্রাইমারি ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করতে পারে। ডিভাইসটি 68 ওয়াট টার্বোপাওয়ার (TurboPower) চার্জিং সহ 4,310 এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে শোনা যাচ্ছে।

অন্যদিকে, Moto G35 5G মডেলটি টিইউভি (TUV), এফসিসি (FCC), ইইসি (EEC), আইএমইআই (IMEI), গিকবেঞ্চ (Geekbench) সহ একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। গিকবেঞ্চ ডাটাবেস ইঙ্গিত দেয় যে ডিভাইসটি UniSoC T760 প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যার পিক ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ এবং এটি 8 জিবি র‍্যাম ও গ্রাফিক্সের জন্য Mali G57 জিপিইউ-এর সাথে যুক্ত হবে। ডিভাইসটিতে 20 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ 4,850 এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

16 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

1 hour ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago