ফ্ল্যাগশিপ কিলার Motorola Edge S Pro বাজারে এন্ট্রি নিল, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার

এ বছরের প্রথম ফ্ল্যাগশিপ কিলার ফোন ছিল Motorola Edge S। শুধু তাই নয়, Qualcomm Snapdragon 870 প্রসেসরের প্রথম ফোন হিসেবে এটি এসেছিল। ফোনটির সাক্সেসর হিসেবে…

এ বছরের প্রথম ফ্ল্যাগশিপ কিলার ফোন ছিল Motorola Edge S। শুধু তাই নয়, Qualcomm Snapdragon 870 প্রসেসরের প্রথম ফোন হিসেবে এটি এসেছিল। ফোনটির সাক্সেসর হিসেবে এবার Edge S Pro-এর ঘোষণা করল Motorola। গতকাল চীনে ফোনটি লঞ্চ করেছে তারা। একাধিক দিক থেকে প্রিডিসেসরের চেয়ে বড় আপগ্রেড পেয়েছে Motorola Edge S Pro। এই ফ্ল্যাগশিপ কিলারের মেইন হাইলাইট – উচ্চ-রিফ্রেশ রেটযুক্ত দুর্দান্ত ডিসপ্লে, SGS আই প্রটেকশন, সুপার-ফাস্ট LPDDR5 র‌্যাম ও টার্বো UFS 3.1 স্টোরেজ, হাই রেজোলিউশন ক্যামেরা, এবং প্রিমিয়াম গ্রেডের প্রসেসর। আসুন Motorola Edge S Pro ফোনটির স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Motorola Edge S Pro স্পেসিফিকেশন

ডিসপ্লে – মোটোরোলা এজ এস প্রো-তে ৬.৭ ইঞ্চি ১০-বিট ওলেড প্যানেল দেওয়া হয়েছে। এটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৫৭৬ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এইচডিআর ১০ প্লাস সাপোর্ট করে। আবার এটি ১ বিলিয়নের উর্দ্ধে কালার ডিসপ্লে করতে সক্ষম।

পারফরম্যান্স – মোটোরোলা এজ এস-এর দেখাদেখি এর প্রো ভার্সনও স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর-সহ এসেছে। সঙ্গে রয়েছে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার সঙ্গে ৩০ ওয়াট টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরা – মোটোরোলা এজ এস প্রো-এর পিছনে আছে তিনটি ক্যামেরা – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (ওআইএস), ৫x অপটিক্যাল জুম, এবং ৫০x ডিজিটাল জুম-সহ ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা, এবং ১৬ মেগাপিক্সেল ১২০॰ আল্ট্রাওয়াইড ক্যামেরা, যা মাক্রো ক্যামেরার ভূমিকাও পালন করবে। ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

Motorola Edge S Pro এর দাম

চীনে মোটোরোলা এজ এস প্রো-এর দাম শুরু ২,৩৯৯ ইউয়ান থেকে, যা ভারতীয় মুদ্রায় ২৭,৪৯৭ টাকার সমান। এটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম৷ বিশ্বের অন্যান্য দেশে কবে ফোনটি লঞ্চ হবে, তা জানা যায়নি। তবে এটি চীনের বাইরে রিব্র্যান্ডেড করে অন্য নামে লঞ্চ হবে বলে ধরে নেওয়া যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন