Moto Edge S30 ফোনে সাপোর্ট করবে 144Hz রিফ্রেশ রেট, ছবি হবে আরও শার্প ও মসৃণ

লেনোভো’র মালিকানাধীন মোটোরোলা খুব শীঘ্রই চীনে Moto Edge S30 লঞ্চ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সংস্থা কিছু না বললেও এটি গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করা Moto G200-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে বলেই খবর। ডিজাইন, সমস্ত স্পেসিফিকেশন সব একরকমই থাকবে, কেবলমাত্র নামটাই যা বদলে যাবে।

পূর্বে লেনোভোর প্রোজাক্ট ম্যানেজার প্রকাশ করেছিলেন, মোটোরোলা একজোড়া ফ্ল্যাগশিপ ফোন খুব তাড়াতাড়িই লঞ্চ করবে। এবং তার মধ্যে একটি মডেলে এলসিডি স্ক্রিন দেখা যাবে। জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, তিনি Moto Edge S30 এর কথাই বলতে চেয়েছেন। এই ফোনে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হার্টজের সুপার্ব রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

ফোনে ইমেজ ও ওয়েবপেজের স্মুথ স্ক্রোলিং এবং হাই ফ্রেম রেটের গেম খেলার সুবিধার জন্য হাই-রিফ্রেশ রেট থাকার পাশাপাশি স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর দেওয়া হবে। ঠিক এর গ্লোবাল ভার্সন বা মোটো জি২০০-এর মতো। এর ফলে মোটো এজ এস৩০ এলসিডি ডিসপ্লেযুক্ত বিরল ফ্ল্যাগশিপ ফোনগুলির তালিকায় নাম লেখাতে চলেছে।

মোটো এজ এস৩০ স্পেসিফিকেশনস (Moto Edge S30 Specifications)

ডিসপ্লে ও প্রসেসরের কথা আগেই আলোচনা করা হয়েছে। এছাড়া জানা গেছে, ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, ১০৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৪,৭০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ১১ ওএস সহযোগে আসবে Moto Edge S30।