JBL ভারতে লঞ্চ করল দু’দুটি নতুন ইয়ারবাড, একটানা চলবে ৪৮ ঘন্টা

JBL TUNE Beam এবং TUNE ইয়ারফোন দুটির দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৬,৪৯৯ টাকা এবং ৫,৪৯৯ টাকা

JBL আজ ভারতে নিয়ে এল নতুন দুটি ইয়ারবাড, যাদের নাম JBL TUNE Beam এবং TUNE। দুটি ইয়ারফোনের মধ্যে ডিজাইনে সামান্য পার্থক্য দেখা যাবে। এরমধ্যে JBL TUNE ইয়ারবাডে থাকছে প্রিমিয়াম ফিচার। তবে উভয় ইয়ারফোনেই অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার এবং স্মার্ট অ্যাম্বিয়েন্ট মোড সাপোর্ট করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন JBL TUNE Beam ও TUNE ইয়ারবাড দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

JBL TUNE Beam ও TUNE-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে JBL TUNE Beam এবং TUNE ইয়ারফোন দুটির দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৬,৪৯৯ টাকা এবং ৫,৪৯৯ টাকা। এগুলি ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং পার্পেল কালার অপশনে এসেছে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাচ্ছে ইয়ারফোন দুটি।

JBL TUNE Beam ও TUNE-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত JBL TUNE Beam ও TUNE ইয়ারবাড দুটি সিলিকন ইয়ারটিপ সহ ইন ইয়ার ডিজাইনে এসেছে। আর TUNE Beam ইয়ারবাডে রয়েছে স্টেম। তাই ব্যবহারকারী এর স্টেমে স্পর্শ করে এই ইয়ারফোনটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

আবার ইয়ারফোন দুটির অডিও প্রসঙ্গে বলতে গেলে, JBL TUNE Beam ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ৬ এমএম ড্রাইভার। পাশাপাশি জেবিএল TUNE বাডে থাকছে সংস্থার পিওর বেস সাপোর্ট সহ ১০ এমএম ড্রাইভার ইউনিট। তবে উভয় ইয়ারফোনই অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার এবং স্মার্ট অ্যাম্বিয়েন্ট মোড সহ এসেছে। আবার স্বচ্ছ কল এক্সপেরিয়েন্স প্রদানের জন্য ইয়ারফোন দুটির প্রত্যেকটিতে রয়েছে ভয়েস অ্যাওয়ার্নেস টেকনোলজি যুক্ত চারটি করে মাইক্রোফোন।

এবার আসা যাক JBL TUNE Beam ও TUNE ইয়ারফোন দুটির ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোন দুটি ৪৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। আবার এগুলির প্রত্যেকটি ইয়ারবাড ১২ ঘণ্টা পর্যন্ত ব্যবহারযোগ্য। এদিকে ইয়ারফোন দুটিতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। এগুলিতে মাল্টি পয়েন্ট কানেকশন সাপোর্ট করবে। জেবিএল হেডফোন কোম্পানিয়ান অ্যাপের মাধ্যমে ইয়ারফোন দুটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব।