50MP ক্যামেরা সহ লঞ্চ হবে Xiaomi 12, ফাঁস হল নতুন ফিচার

Xiaomi 12 বহুদিন ধরেই চর্চায় রয়েছে। এই ফোনটি আগে Xiaomi Mi 12 নামে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছিল। যদিও কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, তারা Mi ব্র্যান্ডিং আর ব্যবহার করবে না। যাইহোক, এই ফোনটি সম্পর্কে নতুন একটি তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। আসলে টিপস্টার, Digital Chat Station জানিয়েছেন, Xiaomi 12 ফোনটি ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হবে। যেখানে ৫০ মেগাপিক্সেল টেলিফটো, আল্ট্রা-ওয়াইড ও প্রাইমারি ওয়াইড সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া এই ফোনে ৫এক্স পেরিস্কোপ জুম ফাংশনালিটি দেখা যেতে পারে।

টিপস্টারের কথায় ভর করে বলা যায়, Xiaomi আগে তাদের Mi 11, Mi Mix 4-র মতো ফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করলেও, নতুন ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে সে ভাবনা থেকে দূরে সরে আসছে। যদি এর আগে গুজব শোনা যাচ্ছিল যে, Xiaomi 12 ফোনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসবে। এখন দেখার কোন রিপোর্টটি সত্যি প্রমাণিত হয়।

Xiaomi 12 স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

অনুমান করা হচ্ছে, শাওমি ১২ ফোনটি LTPO AMOLED ডিসপ্লে সহ আসবে। এতে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট থাকবে, যা প্রয়োজনমতো ১ হার্টজ থেকে ১২০ হার্টজের মধ্যে পরিবর্তন হবে। এই ফোনে ব্যবহার করা হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর, এটি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের আপডেট সংস্করণ হবে।

আবার শাওমি ১২ ফোনে LPDDR5X র‌্যাম থাকতে পারে। এখনকার দিনে বহু স্মার্টফোন নির্মাতা এই অ্যাডভান্স র‌্যাম ব্যবহার করার কথা ভাবছে। এটি LPDDR4X থেকে প্রায় দ্বিগুণ দ্রুততা প্রদান করে। এছাড়া শাওমি ১২ ফোনে 5G কানেক্টিভিটি থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড এমআইইউআই কাস্টম ওস-এ চলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন