Motorola Frontier: 200MP ক্যামেরার প্রথম ফ্ল্যাগশিপ ফোনের উপরে কাজ করছে মোটোরোলা

কোডনাম ফ্রন্টিয়ার (Frontier)। এখন এই নামেই চর্চাই উঠে এল মোটোরোলা (Motorola)-র একটি আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি লঞ্চ হওয়া Moto Edge X30-এর স্পেসিফিকেশনগুলোর সঙ্গে যার সাদৃশ্য থাকবে। তবে কয়েকটি ক্ষেত্রে সেটির বৈশিষ্ট্য আরও উন্নত।

মোটোরোলা’র নতুন ফ্ল্যাগশিপ ৬.৬৭ ইঞ্চি কার্ভড ওলেড ডিসপ্লের সঙ্গে আসবে, যার রেজোলিউশন ফুল-এইচডি প্লাস, এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। Snapdragon 8 Gen 1 প্রসেসরযুক্ত Moto Edge X30 মডেলেও একই ডিসপ্লে রয়েছে। ডিভাইসটির চিপসেটের কোডনাম SM8475৷ উল্লেখযোগ্য বিষয় হল, এটি নতুন চিপ বলেই দাবি করা হয়েছে।

Samsung-এর ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে Snapdragon 8 Gen 1 প্রসেসরটি তৈরি। এদিকে শোনা যাচ্ছে, এবার TSMC-এর ৪ ন্যানোমিটার ম্যানুফ্যাকচারিং প্রসেসে SM8475 কোডনামের একই রকম একটি চিপ উৎপাদন হতে পারে। যার নাম হওয়ার কথা Snapdragon 8 Gen 2। এর সঙ্গেই Motorola Frontier বাজারে আসতে পারে। যদিও সরকারি ভাবে এই নিয়ে কোনও তথ্য উপলব্ধ নেই।

Motorola Frontier ফ্ল্যাগশিপ ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে। হ্যান্ডসেটের ক্যামেরায় থাকছে চমক। এতে মেইন ক্যামেরা হিসেবে ২০০ মেগাপিক্সেল (Samsung S5KHP1) সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেল (Samsung JN1) আল্ট্রাওয়াইড সেন্সর, এবং ১২ মেগাপিক্সেল (Sony IMX664) টেলিফটো লেন্স ব্যবহার হতে পারে। সেল্ফি ক্যামেরা হিসেবে Moto Edge X30-এর মতো Frontier ফোনে ৬০ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হতে পারে।

চার্জিংয়ের ক্ষেত্রে Moto Edge X30-এর তুলনায় Frontier ব্যাপক আপগ্রেড পাবে। ব্যাটারির ক্যাপাসিটি জানা না গেলেও সেটি টাইপ-সি কেবলের মাধ্যমে ১২৫ ওয়াটে চার্জ হতে পারবে। আবার এটি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে জল্পনা শোনা যাচ্ছে।