Tech News

ঝড় তুলছে Motorola, লঞ্চের আগেই ফাঁস ডিজাইন থেকে ফিচার্স, কী কী চমক থাকবে

মটোরোলা সম্প্রতি ভারতে প্রিমিয়াম লেদার বডি সহ Moto G45 স্মার্টফোনটি উন্মোচন করেছে। আর এখন, মনে করা হচ্ছে যে ব্র্যান্ডটি অন্য জি সিরিজের মডেলে কাজ করছে। আর এখন একটি সাম্প্রতিক রিপোর্টের মাধ্যমে আসন্ন Moto G55 ফোনের রেন্ডার প্রকাশ্যে এসেছে, যা এর রঙ এবং ফ্রন্ট ডিজাইন নিশ্চিত করেছে৷ তবে এখন নতুন একটি রিপোর্টে Moto G55 হ্যান্ডসেটের হাই-রেস রেন্ডার এবং মার্কেটিং মেটিরিয়াল ফাঁস করা হয়েছে, যা প্রধান স্পেসিফিকেশন সহ সম্পূর্ণ ডিজাইন প্রকাশ করেছে।

সামনে এল Moto G55 5G ফোনের মার্কেটিং ইমেজ

৯১মোবাইলসের রিপোর্টের মাধ্যমে ফাঁস হওয়া মার্কেটিং ইমেজগুলি নিশ্চিত করেছে যে, মোটো জি55 5জি মিডিয়াটেক ডাইমেনসিটি 5জি চিপসেট দ্বারা চালিত হবে৷ তবে এই প্রসেসরটি সর্বোচ্চ 8 জিবি র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ইউজাররা ভার্চুয়াল মেমরি সম্প্রসারণের মাধ্যমে র‍্যামকে আরও বাড়াতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য, মোটো জি55 5জি ফোনটি বড় 5,000 এমএএইচ ব্যাটারিতে চলবে, যা 30 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ ডিসপ্লের আকার এখনও অজানা তবে এটি কর্নিং গরিলা গ্লাস 3 দ্বারা সুরক্ষিত থাকবে। ফাঁস হওয়া মার্কেটিং ইমেজগুলি জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি54 রেটিং নিশ্চিত করেছে।

ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে এফ/1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং কোয়াড পিডিএএফ সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এই সেন্সরটি একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাথে যুক্ত। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 16 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য ফিচার যা প্রদর্শন করা হয়েছিল তার মধ্যে রয়েছে ডলবি অ্যাটমস, একটি ফুলএইচডি+ 120 হার্টজ এলসিডি ডিসপ্লে, একটি 3.5 মিলিমিটারের অডিও জ্যাক এবং একটি ইউএসবি টাইপ সি পোর্ট।

ইতিমধ্যেই একটি প্রতিবেদনে Moto G55 5G ফোনের ফ্রন্ট ডিজাইনটি দেখানো হয়েছে। কিন্তু সাম্প্রতিক সূত্রটি ডিভাইসটিকে গ্রিন কালার অপশনে পেছন থেকেও প্রদর্শন করেছে। ডিভাইসটি পার্পল ভ্যারিয়েন্টে আসার কথাও শোনা যাচ্ছে। ডিভাইসটির পিছনে একটি ফ্ল্যাট প্যানেল থাকলেও, ক্যামেরা মডিউলটি ওপরের দিকে উত্থিত, তবে রিয়ার প্যানেলে এটি নির্বিঘ্নে মিশে যায়। অন্যদিকে, ফোনের সামনে সেলফি ক্যামেরার জন্য কেন্দ্রীভূত পাঞ্চ হোল কাটআউট সহ চারদিকে লক্ষণীয় বেজেল রয়েছে।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

48 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago