চলতি মাসেই ভারতে আসছে সস্তা 5G স্মার্টফোন Motorola Ibiza

Xiaomi থেকে Realme এখন ভারতে ২০,০০০ টাকার রেঞ্জে 5G স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনা নিচ্ছে। পিছিয়ে নেই আরেক স্মার্টফোন কোম্পানি Motorola-ও। গতবছর তারা একই রেঞ্জে Moto…

Xiaomi থেকে Realme এখন ভারতে ২০,০০০ টাকার রেঞ্জে 5G স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনা নিচ্ছে। পিছিয়ে নেই আরেক স্মার্টফোন কোম্পানি Motorola-ও। গতবছর তারা একই রেঞ্জে Moto G 5G ফোনটি এদেশে এনেছিল। চলতি মাসে লেনোভো মালিকানাধীন কোম্পানিটি আরও সস্তায় একটি 5G লঞ্চ করবে বলে জানা গেছে। আসন্ন এই ফোনের কোডনেম হতে পারে Motorola Ibiza এবং মডেল নম্বর হতে পারে XT-2137-1।

টিপ্সটার মুকুল শর্মা সম্প্রতি জানিয়েছেন, Motorola ফেব্রুয়ারিতে একটি বাজেট 5G স্মার্টফোন লঞ্চ করার জন্য তোড়জোড় শুরু করেছে। যদিও তিনি কোনো ফোনের নাম জানাননি। তবে যেহেতু Motorola Ibiza কে গত কয়েকদিন ধরে ওয়াই-ফাই অ্যালায়েন্স সহ বিভিন্ন সার্টিফিকেশন সাইট দেখা যাচ্ছে এবং একে বেঞ্চমার্ক সাইট Geekbench-এও অন্তর্ভুক্ত করা হয়েছে, তাতে অনেকেই নিশ্চিত যে মুকুল শর্মা এই ফোনটিকেই নির্দেশ করছে।

এই অনুমান যদি সত্যি হয় তাহলে মোটোরোলা-র এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। এর রেজোলিউশন হতে পারে এইচডি প্লাস। আবার ফোনটি ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। আবার এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

এছাড়াও এই ফোনের পিছনে ৪৮ মেগাপিক্সেল Samsung S5KGM1ST সেন্সর + ৫ মেগাপিক্সেল Samsung S5K5E9 ম্যাক্রো লেন্স + ২ মেগাপিক্সেল OmniVision ডেপ্থ সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যেতে পারে। আবার সেলফির জন্য এতে থাকতে পারে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

গিকবেঞ্চ থেকে জানা গিয়েছিল, Motorola Ibiza ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর ও ৬ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকতে পারে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১। ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ২,৪৬৬ ও ৬,২২৩ স্কোর করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন