Moto Edge 2022-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, থাকবে 144hz ডিসপ্লে, 6000mah ব্যাটারি-সহ দুর্দান্ত সব ফিচার

Motorola Edge সিরিজের ফোন মানেই প্রিমিয়াম ফিচার ও দুর্দান্ত পারফরম্যান্সের যুগলবন্দী। এবার এই লাইনআপে একটি নয়া মডেলের উপরে কাজ করছে মোটোরোলা। যার চূড়ান্ত নাম এখনও ঠিক হয়নি। তাই একে Edge 2022 বলে অভিহিত করা হয়েছে। তবে এটি Dubai+ কোডনামের স্মার্টফোন বলে মনে করা হচ্ছে, যা চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে লঞ্চ হতে চলা Moto Edge 30 Ultra-র পর বাজারে আসতে পারে। Moto Edge 2022-এর রেন্ডার এবং প্রধান স্পেসিফিকেশনগুলি এবার সামনে এল। সৌজন্যে এক জনপ্রিয় টিপস্টার। রেন্ডারগুলি স্মার্টফোনটির ডিজাইন সর্ম্পকে স্পষ্ট ধারণা দিয়েছে। Moto Edge 2022 সম্পর্কে কী কী নতুন তথ্য উঠে এল, দেখে নেওয়া যাক সেগুলি।

ফাঁস হল Motorola Edge 2022-এর CAD রেন্ডার

৯১মোবাইলসের সাথে জোট বেঁধে টিপস্টার স্টিভ হেমারস্টোফার নামে পরিচিত বিখ্যাত টিপস্টার অনলিকস মোটো এজ ২০২২-এর রেন্ডারগুলি প্রকাশ্যে এনেছেন। রেন্ডার অনুযায়ী, আপকামিং স্মার্টফোনটির সামনের দিকে স্লিম বেজেল সহ একটি পাঞ্চ-হোল ডিসপ্লে দেখা যাবে। আর এর কার্ভড এজ যুক্ত রিয়ার প্যানেলের উপরে বাম কোণে একটি এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। ব্যাক প্যানেলের কেন্দ্রে মোটোরোলার লোগোর সাথেই এর নীচের দিকে সংস্থার ব্র্যান্ডিংটি দেখতে পাওয়া যাবে৷ এজ ২০২২-এর নিম্নাংশে একটি স্পিকার গ্রিল, একটি মাইক্রোফোন, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি সিম স্লট মিলবে। এছাড়া, মোটো এজ ২০২২-এর ডান ধারে ভলিউম কী এবং একটি পাওয়ার বাটন থাকবে।

মোটো এজ ২০২২-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Moto Edge 2022 Expected Specifications)

মোটো এজ ২০২২-এ ৬.৫ ইঞ্চির পোলেড (POLED) প্যানেল থাকবে যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি  MT6879 মডেল নম্বরের একটি ডাইমেনসিটি চিপসেট (এখনও লঞ্চ হয়নি) দ্বারা চালিত হবে৷ এর আগে  জানা গিয়েছিল যে, মোটো এজ ২০২২ হ্যান্ডসেটে ব্যবহৃত অক্টা-কোর প্রসেসরে দুটি কর্টেক্স এ৭৮ (Cortex A78) কোর থাকবে, যা ২.৬ গিগাহার্টজ গতিতে রান করবে এবং বাকি ছয়টি কর্টেক্স এ৫৫ (Cortex A55) কোরের ক্লক স্পিড হবে ২.০ গিগাহার্টজ। এই চিপসেটের সাথে  গ্রাফিক্সের জন্য মালি জি৭৯ (Mali G79) জিপিইউ যুক্ত থাকবে। ফোনতি ৬ জিবি / ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি  স্টোরেজ কনভিগারেশনে আসবে।

ফটোগ্রাফির জন্য, Moto Edge 2022-এর ব্যাক প্যানেলে  অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর অবস্থান করবে। আর সেলফি আর ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Moto Edge 2022-এ শক্তিশালী ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।  তবে ডিভাইসটির ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। এই হ্যান্ডসেটের পরিমাপ হবে ১৬০.৮ x ৭৪.২ x ৮.২ মিলিমিটার। আবার Motorola Edge 30 Pro-এর মতো Edge 2022-তেও স্টাইলাস সাপোর্ট থাকবে বলে আশা করা হচ্ছে

Ananya Sarkar

Recent Posts

“ক্রিকেটের মাঠ…” অবসর নেওয়ার পর শিখরকে স্পেশাল মেসেজ দিলেন শচীন তেন্ডুলকার

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে…

50 mins ago

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

11 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

11 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

13 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

13 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

14 hours ago