Motorola Edge 30 Pro হবে সবচেয়ে সস্তা Snapdragon 8 Gen 1 প্রসেসরের ফোন, আজ লঞ্চ হচ্ছে

আজ অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি Motorola ভারত সহ গ্লোবাল মার্কেটে Moto Edge 30 Pro নামক একটি নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন ঘোষণা করতে চলেছে। আসন্ন মডেলটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (Qualcomm Snapdragon 8 Gen 1) প্রসেসরের সাথে আসা সবচেয়ে সস্তার ফ্ল্যাগশিপ ডিভাইস হবে বলে আমেরিকা ভিত্তিক টেক সংস্থাটি দাবি করেছে। এছাড়া, Motorola Edge 30 Pro, গত বছর চীনে লঞ্চ হওয়া Edge X30 -এর রিব্র্যান্ডেড ভার্সন এবং Edge 20 Pro -এর সাক্সেসর ভার্সন হবে বলেও জানা যাচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনটি কয়েকটি উল্লেখযোগ্য হাই-এন্ড ফিচারের সাথে আত্মপ্রকাশ করবে। সেক্ষেত্রে, ডিভাইসটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের FHD+ POLED ডিসপ্লে, ট্রিপল রিয়ার সেন্সর, ৬০ মেগাপিক্সলের সেলফি ক্যামেরা এবং ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ আসবে। এদিকে টিপস্টারদের মতানুযায়ী, ফোনটির দাম ৫০,০০০ টাকার গন্ডি ছোঁবে। যাইহোক, চলুন লঞ্চের আগেই আপকামিং Motorola Edge 30 Pro ফোনের সম্ভাব্য দাম, ফিচার ও সেল অফার সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

মোটোরোলা এজ ৩০ প্রো সম্ভাব্য দাম (Motorola Edge 30 Pro Expected price)

৯১মোবাইলস (91Mobiles) এর রিপোর্ট অনুসারে, মোটোরোলা এজ ৩০ প্রো স্মার্টফোনের দাম ৫০,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে। তবে, লঞ্চ অফার হিসাবে সংস্থাটি কিছু ‘স্পেশাল’ ব্যাঙ্ক অফার বা ইনট্রোডাক্টরি প্রাইজ ঘোষণা করতে পারে। যারপর, ফোনটির দাম প্রায় ৪৫,০০০ টাকায় নেমে আসতে পারে, যা মোটোরোলা এজ ৩০ প্রো -কে ভারতীয় বাজারে উপলব্ধ সর্বাধিক সস্তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন করে তুলবে।

টিপস্টার যোগেশ ব্রার কিছুদিন পূর্বে জানিয়েছিলেন যে, মোটোরোলা তাদের এই আসন্ন ফোনকে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে নিয়ে আসবে। তিনি আরো জানান যে, এটিকে কসমিক ব্লু কালারে পাওয়া যাবে। যদিও, পূর্ববর্তী রেন্ডারগুলিতে মোটোরোলা এজ ৩০ প্রো স্মার্টফোনকে শুধুমাত্র হোয়াইট কালারেই দেখা গেছে। তাই কালার অপশন সম্পর্কে সামান্য বিভ্রান্তি দেখা দিয়েছে।

মোটোরোলা এজ ৩০ প্রো সম্ভাব্য স্পেসিফিকেশন (Motorola Edge 30 Pro Expected Specifications)

সাম্প্রতিক রিপোর্ট ও টিজারের দৌলতে আসন্ন মোটোরোলা এজ ৩০ প্রো স্মার্টফোনের একাধিক ফিচার প্রকাশ্যে আসে। যেমন এতে, সর্বোচ্চ ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস POLED ডিসপ্লে দেখা যেতে পারে। সংস্থার দাবি অনুযায়ী, ডিভাইসটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর সহ আসবে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইইউআই কাস্টম ওএস দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এতে, ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যেতে পারে। এছাড়া, টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন যে, মোটোরোলা এজ ৩০ প্রো স্মার্টফোনের ভারতীয় সংস্করণটি ১২ ৫জি ব্যান্ড সাপোর্ট করবে।

ক্যামেরা ফ্রন্ট সংক্রান্ত কিছু তথ্যাদিও সামনে এসেছে। জানা যাচ্ছে, Motorola Edge 30 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার মধ্যে দুটি ক্যামেরা হল, ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। একই সাথে, ডিসপ্লের উপরিভাগে দেখা যেতে পারে একটি ৬০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Edge 30 Pro -এ থাকবে ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ৬৮ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে৷

তবে, ফিচার ও দাম সংক্রান্ত উল্লেখিত খবরের সত্যতা সম্পর্কে জানতে আমাদের লঞ্চ অবধি অপেক্ষা করতে হবে।