Moto G31 আসছে ট্রিপল রিয়ার ক্যামেরা ও 5000 mah ব্যাটারির সাথে

Moto G31 ফের একবার খবরের শিরোনামে৷ গত সেপ্টেম্বরে প্রথম স্মার্টফোনটির সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম৷ তার কিছুদিন পরেই তাইওয়ানের NCC অথরিটির সৌজন্যে Moto G31-এর কয়েকটি রিয়েল-লাইভ ছবি সামনে এসেছিল৷ আর এবার স্মার্টফোনটির অফিসিয়াল প্রেস রেন্ডার প্রকাশ্যে এসেছে৷

৯১মোবাইলস তাদের ইন্ডাস্ট্রি সোর্স উদ্ধৃত করে প্রেস রেন্ডারগুলি প্রকাশ করেছে ৷ একইসঙ্গে তারা জানিয়েছে, এর মূল স্পেসিফিকেশনগুলি কেমন হবে৷ Moto G31-এর সামনে রয়েছে পাঞ্চ-হোল ডিসপ্লে৷ রিয়ার প্যানেলের বাম দিকে আছে উল্লম্ব ভাবে অর্থাৎ লম্বালম্বি বা ‘ভার্টিক্যালি’ অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপ৷

ছবিগুলি থেকে স্পষ্ট, মোটোরোলার অন্যান্য ফোনের মতো মোটো জি৩১-এর রিয়ার প্যানেলে ‘ব্যাটউইং’ লোগোর নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে৷ ফোনের ডানদিকে আছে তিনটি বাটন – পাওয়ার কী, ভলিউম বাটন, এবং ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট কী৷ মোটো জি৩১-এর উপরি ভাগে একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং একটি সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে৷

Moto G31-এর নীচের দিকে একটি প্রাইমারি মাইক্রোফোন, একটি ইউএসবি-সি পোর্ট, ও স্পিকার গ্রিল আছে৷ ফোনটি কালো ও নীল রঙে আসার কথা৷ এতে ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে৷ এছাড়া এটি অ্যান্ড্রয়েড ১১ ওএস এবং ১০ ওয়াট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে৷ যদিও Moto G31 কবে লঞ্চ হবে, তা এখনও অজানা৷