Motorola Razr 50 ultra India launch date July 4 confirmed

4 জুলাই ভারতে আসছে Motorola Razr 50 Ultra, ফোনের পিছনেও পাবেন বড় ডিসপ্লে!

Motorola Razr 50 ও Razr 50 Ultra অত্যাধুনিক ফিচার্সের সঙ্গে জাস্ট চীন ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এবার সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে , Razr 50 Ultra আগামী সপ্তাহে ভারতে আসছে। এদেশে রিলিজ হবে ৪ জুলাই। এই ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোনটি আমাজনে এক্সক্লুসিভলি পাওয়া যাবে। Motorola Razr 50 Ultra মডেলের মাইক্রোসাইট ইতিমধ্যেই ই-কমার্স সাইটটিতে লাইভ হয়েছে। চলুন দেখে নিই এটি কী কী অফার করবে।

Motorola Razr 50 Ultra স্পেসিফিকেশন ও ফিচার্স

Motorola Razr 50 Ultra বিভিন্ন মোটো AI ফিচার্সের সঙ্গে আসবে। যেমন ফটোমোজি, ম্যাজিক ক্যানভাস, স্টাইল সিঙ্ক, অ্যাডাপ্টিভ স্টেবিলাইজেশন, হরাইজন্টাল লক, অ্যাক্টিভ শট প্রভৃতি। স্টাইল সিঙ্ক ফিচারটি আবার আউটফিটের সঙ্গে ম্যাচ করে AI-এর সাহায্যে ওয়ালপেপার জেনারেট করার ক্ষমতা দেবে।

Motorola Razr 50 Ultra-র বড় আকর্ষণ ৪ ইঞ্চির কভার ডিসপ্লে। আর ভিতরে মিলবে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে৷ উভয়ই এলটিপিও পি-ওলেড প্যানেল, যা ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। কোয়ালকম স্ন্যাপড্রগন ৮এস জেন ৩ প্রসেসর ফোনটিতে ব্যবহার হয়েছে। মিলবে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।

স্মার্টফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। আর ফোল্ডিং ডিসপ্লের ভিতরে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। Razr 50 Ultra-র ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জ, ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জ সাপোর্ট করবে।