Motorola-র বিভিন্ন স্মার্টফোন কিনতে পারবেন আকর্ষণীয় ছাড়ে, আজ থেকে শুরু Flipkart Sale

আজ অর্থাৎ ৪ঠা আগস্ট থেকে সার্বজনীনভাবে লাইভ হয়েছে Flipkart Big Saving Days সেল। আর স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ বিক্রয়পর্বে বিভিন্ন প্রোডাক্ট সস্তায় কেনার সুযোগ মিলছে। তবে Motorola ভক্তদের জন্য কিন্তু এই সেল সোনায় সোহাগা মুহূর্তের চেয়ে কম কিছু না! কারণ এবারের Big Saving Days-তে ই-কমার্স জায়ান্ট সংস্থাটি Motorola-র একাধিক ডিভাইসে আকর্ষণীয় অফার দিচ্ছে। বিশেষ করে Flipkart, এই জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন মডেলগুলি প্রচুর কম দামে বিক্রি করছে – তা সে বাজেট রেঞ্জের ফোন হোক কিংবা ফ্ল্যাগশিপ মডেল৷ তো আসুন, এখন দেখে নিই Flipkart Big Saving Days সেলে Motorola-র কোন ফোন ঠিক কত দামে কেনা যেতে পারে।

Flipkart Big Saving Days-এ এই Motorola ফোনগুলি মিলছে আকর্ষণীয় ছাড়ে

চলতি বিগ সেভিং ডেজ সেলে ফ্লিপকার্ট, মোটোরোলার এজ্ (Edge), জি (G) এবং ই (E) সিরিজের স্মার্টফোনগুলিতে প্রলুদ্ধকর অফার দিচ্ছে। যেমন বাজেট রেঞ্জের ফোনগুলির কথাই বলা যাক। সেলে এই ব্র্যান্ডের ফোনের দাম শুরু হচ্ছে ৫,৮৪৯ টাকা থেকে, Moto E13-র ২ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি তার ৬,৯৯৯ টাকা এমআরপি (MRP)-র পরিবর্তে এই দামে পাওয়া যাবে; অন্যান্য সময় এটি ৬,৪৯৯ টাকায় ফ্লিপকার্টে বিক্রি হয়। অন্যদিকে এর ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ৭,৯৯৯ টাকার বদলে ৭,২৯৯ টাকায় পাওয়া যাবে। আবার Moto E32 ফোনটি ৭,৯৯৯ টাকাতে কিনতে পারবেন, এর মূল্য এমনিতে ৮,৯৯৯ টাকা।

মিড রেঞ্জের ক্ষেত্রে Moto G32 ফোনের ৮ জিবি ও ১২৮ জিবি সংস্করণটি ১১,৯৯৯ টাকার পরিবর্তে ১০,৯৯৯ টাকায় কেনা যাবে। ৬ জিবি র‌্যাম বিশিষ্ট Moto G62-এর ১৩,৯৯৯ টাকায় এবং এর ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টটি ১৪,৯৯৯ টাকায় মিলবে, এমনিতে এদের মূল্য ১৫,৯৯৯ টাকা ও ১৬,৯৯৯ টাকা। এছাড়া Moto G72 মডেল ১৬,৯৯৯ টাকার বদলে ১৩,৯৯৯ টাকায়, Moto G73 মডেল ১৮,৯৯৯ টাকার বদলে ১৫,৯৯৯ টাকায় এবং Moto G82 মডেল ২১,৪৯৯ টাকার বদলে ২০,৭৪৯ টাকায় সেলে উপলব্ধ। Moto G13-এর ৪ জিবি ও ১২৮ জিবি অপশনটি সেলে ৯,৯৯৯ টাকা থেকে কমে ৯,২৪৯ টাকায় পকেটস্থ করতে পারবেন।

আপনি যদি মোটোরোলার আরও ভালো বা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তাহলে চিন্তার কিছু নেই। কারণ সেলে Motorola Edge 30-এর ৮ জিবি ও ১২৮ জিবি মডেল ২৬,৯৯৯ টাকার বদলে ২২,৯৯৯ টাকায় কেনা যাবে। আবার Motorola Edge 30 Fusion মিলবে ৩৪,৯৯৯ টাকায়, যার দাম এমনিতে ৪২,৯৯৯ টাকা। আবার Motorola Edge 30 Fusion ফোনটি ৪২,৯৯৯ টাকার বদলে ৩৫,২৪৯ টাকায় কেনা যাবে। ফ্ল্যাগশিপের ক্ষেত্রে Motorola Edge 30 Ultra পাবেন ৫৯,৯৯৯ টাকার পরিবর্তে ৪২,৪৯৯ টাকায়।

আছে ব্যাঙ্ক অফারও

প্রসঙ্গত উল্লেখ্য, ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে ব্যাঙ্ক অফার কাজে লাগিয়ে আরও সাশ্রয় করা যাবে। এক্ষেত্রে আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক এবং কোটাক (Kotak) ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট ব্যবহারকারীরা কেনাকাটায় ১০ শতাংশ ছাড় পাবেন।