Motorola এর হাত ধরেই ভারতে আসতে পারে Snapdragon 8 Gen 1 প্রসেসরের প্রথম ফোন

বাজেট, মিড-রেঞ্জ, এবং হাই-এন্ড, স্মার্টফোন মার্কেটের প্রতিটি বিভাগেই নিত্যনতুন মডেল নিয়ে আসছে মোটোরোলা (Motorola)। লেনোভোর (Lenovo) মালিকানাধীন এই সংস্থাটি  আগামী ১০ ডিসেম্বর ভারতে Moto G51 লঞ্চ করবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে। এছাড়া ২০২২-এর প্রথম ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) মধ্যে এ দেশে দু’টি নতুন স্মার্টফোন আনবে তারা৷ একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।

৯১মোবাইলেসর দাবি, মোটোরোলার দু’টি নতুন হ্যান্ডসেট জানুয়ারি-মার্চের মধ্যে ভারতে লঞ্চ হবে। তার মধ্যে একটি ফোন Snapdragon 8 Gen প্রসসর দ্বারা পরিচালিত হবে। সে ক্ষেত্রে ধরে নেওয়া যায়, Moto Edge X30, যা এই ফ্ল্যাগশিপ চিপসেটের প্রথম ডিভাইস হিসেবে ৯ ডিসেম্বর চীনে আত্মপ্রকাশ করছে, সেটি এখানেও লঞ্চ হবে৷ যদিও Moto Edge X30 ভিন্ন নামে ভারতে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। অন্য স্মার্টফোনটি Moto G সিরিজের কোনও মিড-রেঞ্জ অথবা বাজেট মডেল হতে পারে৷ অর্থাৎ এটি Moto G200, Moto G71, বা Moto G41 হওয়ার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, বহু আলোচিত Moto Edge X30-এর বহু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তার মধ্যে কিছু মোটোরোলা নিজেই কনফার্ম করেছে। এছাড়া বাকি তথ্যগুলি সার্টিফিকেশন পোর্টাল ও টিপস্টারদের সূত্রে পাওয়া। Moto Edge X30 একটি ওলেড প্যানেলের সঙ্গে আসবে, যা  ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ১০ বিট কালার, এবং এইচডিআর১০+ সাপোর্ট করবে। ডিসপ্লের দৈর্ঘ্য হতে পারে ৬.৬৭ ইঞ্চি। সর্বোচ্চ ১৬ জিবি র‌্যাম (LPDDR5) ও ৫১২ জিবি স্টোরেজ (UFS 3.1) ভ্যারিয়েন্টে আসতে পারে এই ফ্ল্যাগশিপ ফোন।

মোটো এজ এক্স ৩০-এর রিয়ার প্যানেলে একজোড়া ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকতে চলেছে। ফোনের সামনে ৬০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য মোটো এজ এক্স ৩০ ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।