MSI Creator Z16: বড় স্ক্রিন ও 11th Gen Intel প্রসেসর সহ লঞ্চ হল নতুন গেমিং ল্যাপটপ

MSI তাদের গেমিং ল্যাপটপ, Creator Z16 ভারতে লঞ্চ করল। দুটি ভিন্ন ভ্যারিয়েন্টের সাথে এসেছে নয়া এই ল্যাপটপটি। এটি এগারতম প্রজন্মের ইন্টেল কোর আই৭ এবং আই৯, এই দুই ধরনের প্রসেসর সহ পাওয়া যায। নয়া এই ল্যাপটপে দেওয়া হয়েছে ১৬:১০ টাচ সাপোর্টেড ডিসপ্লে, যা বাজার চলতি ১৬:৯ মনিটরের থেকে ১১ শতাংশ বেশি স্ক্রিন স্পেস অফার করে। উন্নত গেমিং পারফরম্যান্সের জন্য এতে রয়েছে Nvidia GeForce RTX 3060 গ্রাফিক্স। এর সঙ্গে দেওয়া হয়েছে মিনি এলইডি ব্যাকলিট কিবোর্ড, WI-FI 6E কানেক্টিভিটি এবং ১৮০ ওয়াটের চার্জার। নয়া এই ল্যাপটপটে থিন বেজেল এবং সিএনসি বডি উপলব্ধ। চলুন MSI Creator Z16 ল্যাপটপটির দাম ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

MSI Creator Z16 দাম ও লভ্যতা

এমএসআই ক্রিয়েটর জেড ১৬ ল্যাপটপটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ইন্টেল কোর আই সেভেন প্রসেসর দ্বারা চালিত মডেলটির দাম ধার্য হয়েছে ২,৪০,৯৯৯ টাকা এবং ইন্টেল কোর আই নাইন প্রসেসর দ্বারা চালিত মডেলটির দাম পড়বে ২,৫৭,৯৯০ টাকা। এটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, এনমএসআই ব্র্যান্ড স্টোর এবং অথরাইজড সেলারের থেকে কেনা যাবে।

MSI Creator Z16 ল্যাপটপটির ফিচার এবং স্পেসিফিকেশন

এমএসআই ক্রিয়েটর জেড ১৬ ল্যাপটপটি ১৬ ইঞ্চি কিউএইচডি প্লাস টাচ ডিসপ্লের সাথে এসেছে, যার এসপেক্ট রেশিও ১৬:১০। এছাড়া ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০% ডিসিআইপি৩ কালার গ্যামট সাপোর্ট করে। আগেই বলেছি, ল্যাপটপটি দুটি প্রসেসর ভ্যারিয়েন্টে এসেছে। ব্যবহারকারীরা ইন্টেল কোর আই সেভেন এবং আই নাইন প্রসেসরের মধ্যে থেকে এটি বেছে নেওয়ার অপশন পাবেন। ল্যাপটপটি ৬জিবি GDDR6 গ্রাফিক্স মেমোরি সহ Nvidia GeForce আরটিএক্স ৩০৬০ জিপিইউ গ্রাফিক্স সাপোর্ট সহ এসেছে। এতে ৬৪ জিবি ক্যাপাসিটির ডিডিআর৪- ৩২০০ মেগাহার্টজ র‌্যাম এবং দুটি NVMe M.2 RTX স্টোরেজ স্লট পাওয়া যাবে।

এমএসআই এর এই নয়া ল্যাপটপটির সাথে মিলবে একটি মিনি এলইডি ব্যাকলিট কিবোর্ড, যা অন্ধকারেও জ্বলজ্বল করবে। এছাড়া ল্যাপটপটিতে একটি পার্সোনালাইজড পার-কী আরজিবি ব্যাকলাইটও রয়েছে। ল্যাপটপটির অপারেটিং সিস্টেমের কথা উল্লেখ করলে বলতে হয়, এটি উইন্ডোজ ১০ সাপোর্ট করে এবং চাইলে একে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে আপগ্রেড করা যাবে।

এর কানেক্টিভিটি অপশনে শামিল রয়েছে দুটি থান্ডারবোল্ট ফোর পোর্ট, দুটি ইউএসবি ৩.২ জেনারেশন টু টাইপ এ পোর্ট, একটি অডিও জ্যাক, ব্লুটুথ ভি৫.২ এবং ওয়াইফাই ৬ই। একই সাথে ল্যাপটপটিতে একটি মাইক্রো এসডি কার্ড রিডার এবং একটি ইনফ্রারেড সেন্সর ইকিউপড এইচডি ওয়েব ক্যাম উপলব্ধ ।

এখানে বলে রাখি,MSI Creator Z16 ল্যাপটপটি একটি লিথিয়াম পলিমার ব্যাটারি সহ এসেছে, যার সাথে ১৮০ ওয়াটের একটি স্লিম এডাপ্টর যুক্ত। ল্যাপটপটির পরিমাপ ৩৫৯x ২৫৬ x১৬ এবং ২.২ ওজন কেজি।