Mukesh Ambani: 13 কোটির গাড়ি কিনলেন মুকেশ আম্বানি, পছন্দের নম্বর প্লেট পেতে ব্যয় করেছেন 12 লাখ

কথায় আছে, ‘পয়সা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়’। সে কি যে সে পয়সা, ভারতের ধনীতম ব্যক্তি বলে কথা! হ্যাঁ ঠিকই ধরেছেন। রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ…

কথায় আছে, ‘পয়সা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়’। সে কি যে সে পয়সা, ভারতের ধনীতম ব্যক্তি বলে কথা! হ্যাঁ ঠিকই ধরেছেন। রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)-র কথাই বলা হচ্ছে। সম্প্রতি তিনি ৬.৭৫ কোটি টাকা দামের Rolls-Royce Cullinan গাড়িটির মালিকানা পেয়েছেন। যা কিনতে তাঁকে দিতে হয়েছে ১৩.১৪ কোটি টাকা। তাঁকে এই অতিরিক্ত পরিমাণ অর্থ কেন দিতে হল? সেই প্রসঙ্গে আসার আগে জানিয়ে রাখি, ভারতের সর্বাধিক দামি গাড়িগুলির মধ্যে এটি যে একটি, তা নিঃসন্দেহেই বলা যায়।

আসলে, Rolls-Royce Cullinan (রোলস রয়েস কুলিনান) অভিজাত সম্প্রদায়ের এই গাড়িটি মুকেশ আম্বানি অতি শখ করেই তাঁর প্রাসাদে নিয়ে এসেছেন। সূত্রের খবর, এই উচ্চমূল্যের পেট্রল ভ্যারিয়েন্টের গাড়িটি ৩১ জানুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের ‘তারদেও রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস’ (Tardeo Regional Transport Office)-এ রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড (RIL) দ্বারা নিবন্ধিত হয়েছে।

২০১৮ সালে Cullinan গাড়িটি ৬.৭৫ কোটি টাকার ধার্য মূল্যে লঞ্চ করেছিল Rolls-Royce। তবে বিশেষ কিছু কারণে অতিরিক্ত প্রায় ৬.৩৯ কোটি টাকা চোকাতে হয়েছে দেশের সর্বাধিক ধনী মুকেশকে। এই বিলাসিতা তাঁকেই মানায়! আর অল্প কিছু টাকা খরচ করলেই তিনি আরেকটি Rolls-Royce Cullinan কিনতে পারতেন। সংস্থা পিটিআই (PTI) সূত্রে খবর, ‘পার্সোনাল কাস্টমাইজেশন’ বা নিজের মতন করে গাড়িটিকে সাজাতে গিয়েই তাঁর এই অতিরিক্ত গাঁটের কড়ি ফেলতে হয়েছে। প্রথমত, তিনি তাসক্যান সান রঙের বিকল্পে ভি১২ ইঞ্জিন সহ এই যানটি কিনেছেন।

উপরন্তু, বিলাসবহুল এসইউভি গাড়িটিতে তিনি লাগিয়েছেন একটি স্পেশাল নম্বর প্লেট, যার জন্য খরচ হয়েছে ১২ লক্ষ টাকা। স্থানীয় আরটিও সূত্রে খবর, গাড়ির নম্বরটির শেষে রয়েছে ‘০০০১’, আবার যেহেতু এই সিরিজের নম্বর আগে থাকতেই নেওয়া হয়ে গিয়েছিল, তাই মুকেশ আম্বানির জন্য নতুন একটি সিরিজ উপস্থাপন করা হয়েছে। পরিবহণ কমিশনারের লিখিত অনুমতিতে ‘০০০১’ এর নতুন সিরিজটি চালু করেছে আরটিও অফিস। যার জন্য একটি চলতি নম্বর প্লেটের তুলনায় তিনগুণ বেশি অর্থ ব্যয় করতে হয়েছে রিলায়েন্স কর্ণধারকে।

গাড়িটির ৩০ জানুয়ারি, ২০৩৭ পর্যন্ত ২০ লক্ষ টাকার এককালীন রেজিস্ট্রেশন ট্যাক্স এবং সড়ক সুরক্ষা কর বাবদ ৪০,০০০ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে রিলায়েন্সের তরফে। প্রসঙ্গত, এই গাড়িটি যেকোনো দুর্গম রাস্তা পেরোনোর জন্য সক্ষম বলে জানিয়েছে সংস্থাটি। অল হুইল স্টিয়ার এবং অল হুইল ড্রাইভ ফিচার যুক্ত Rolls-Royce Cullinan এর ৬.৭৫ লিটার V12 ইঞ্জিন থেকে ৫৬৩ বিএইচপি শক্তি এবং ৮৫০ এনএম টর্ক পাওয়া যায়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন