WhatsApp-এ সমস্ত মেসেজের উত্তর দেওয়া উচিত নয় কেন, জানালো মুম্বাই পুলিশ

সোশ্যাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সৃজনশীল উপায়গুলি চিন্তাভাবনা করার ক্ষেত্রে মুম্বাই পুলিশ সর্বদা এক নম্বরে থাকে। সড়ক নিরাপত্তা বিধি অনুসরণ করা থেকে শুরু করে COVID-19 সম্পর্কিত নিয়ম— প্রতিটি বিষয়ে জনগণকে তৎপর করতে, সতর্কতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেসেজগুলি কীভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনন্য, বুদ্ধিদীপ্ত, সাদামাটা অথচ আকর্ষণীয় তথা মজাদার ভঙ্গিতে ছড়িয়ে দিতে হয়, তা এই পুলিশ বিভাগ খুব ভালোভাবেই জানে। এর আগেও বহুবার তার প্রমাণ পাওয়া গেছে, সম্প্রতি আরও একবার মুম্বাই পুলিশ, COVID-19-এর বাড়বাড়ন্ত রোধ করতে জনসাধারণের বাড়িতে থাকার গুরুত্ব তুলে ধরেছে একটি ইনস্টাগ্রাম পোস্টে।

পোস্টটির শিরোনাম হল, “কিঁউকি হার মেসেজ কা রিপ্লাই দেনা জারুরি নেহি হোতা হ্যায়!”, অর্থাৎ সব মেসেজের উত্তর দেবার প্রয়োজন নেই। পোস্টটিতে সাধারণ হোয়াটসঅ্যাপ চ্যাটের (কাল্পনিক) রিয়েলিস্টিক মকের একটি স্ক্রিনশট রয়েছে। তাতে দেখা যাচ্ছে যে, বেশ কিছু পরিচিত ( অফিস ফ্রেন্ড, ট্রাভেল ফ্রেন্ড, সোসাইটি ফ্রেন্ড এবং অন্যান্যরা) একজন ব্যক্তিকে বাইরে দেখা করতে বলছে। স্ক্রিনশটে দেখানো হোয়াটসঅ্যাপ মেসেজগুলি অনেকটা এইরকম:

“চলো বাইরে বেরিয়ে একটু হাওয়া খেয়ে আসি”(“Let’s go out for some air!”) বা “বাইরে খেতে যাবে?” (“Wanna Eat Outdoor?”)। কিন্তু মূল যে বিষয়টির ওপর আলোকপাত করা হয়েছে তা হল, যাকে এই মেসেজগুলি করা হয়েছে তিনি কোনো উত্তর না দিয়ে কেবল তাদের উপেক্ষা করেছেন। এর অর্থ হল কিছু তাজা বাতাস, রাতের খাবার বা হাঁটার জন্য বাইরে বেরোনো মানে করোনা ভাইরাসকে বাড়িতে আমন্ত্রণ জানানো।

পোস্টটি ১৬,০০০-এরও বেশি ‘লাইক’ পেয়েছে এবং ইউজাররা প্রশংসাসূচক এবং মজাদার মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। jeetesh_chavan নামের একজন ইউজার মন্তব্য করেছেন, “কিছু সময় না বলা ভাল” (“Some times its good to say NO”)। আবার মজার ছলে samp37_ লিখেছেন, “এবার আমি বুঝতে পেরেছি আমার ক্রাশ আমার মেসেজ উপেক্ষা করার আইডিয়া কোথা থেকে পেয়েছে” (“No wonder where my crush gets ideas of ignoring my msgs”)। এর পাশাপাশি বহু ইউজার মুম্বাই পুলিশ বিভাগের দক্ষতার প্রশংসা করেছেন এবং বলেছেন তারা যেন এইভাবেই মজাদার অথচ আকর্ষণীয় ভঙ্গিতে জনগণকে সতর্ক করে যেতে থাকে। ইউজারদের মন্তব্যে ব্যাং অন (Bang on), ওয়াও ( wow) সহ একাধিক প্রশংসাসূচক শব্দের ব্যাপকভাবে উল্লেখ পাওয়া গেছে।

অতীতেও একাধিকবার মুম্বাই পুলিশ জনসচেতনতা বাড়াতে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মজাদার বিভিন্ন বিষয় পোস্ট করেছিল। মার্চ মাসে, মুম্বাই পুলিশ মাস্ক পরার প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য টুইটারে বেশ কয়েকটি বিজ্ঞাপন শেয়ার করেছিল। সেখানে তারা একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের ট্যাগলাইনগুলিকে একটু ‘টুইস্ট’ করে ব্যবহার করেছিল।

মুম্বাই পুলিশের এই উদ্যোগ যে অমূলক, তা একেবারেই বলা চলে না। প্রসঙ্গত উল্লেখ্য যে, বৃহস্পতিবার, ২২ এপ্রিল, মহারাষ্ট্রে ৬৭,০১৩ টি নতুন কোভিড কেস রেজিস্টার হয়েছে এবং ৬.৯৯ লক্ষেরও বেশি অ্যাক্টিভ কেস রয়েছে। সব মিলিয়ে, মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের মোট সংখ্যা এখন ৪০.৯ লক্ষেরও বেশি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

46 mins ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

52 mins ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

3 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

3 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

4 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

4 hours ago