ভারতে লঞ্চ হওয়ার আগেই Samsung Galaxy A22 4G ফোনের দাম ফাঁস, জেনে নিন স্পেসিফিকেশনও

চলতি মাসের শুরুতেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A22 4G ও Samsung Galaxy A22 5G। এরমধ্যে 4G ভ্যারিয়েন্টটি কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে আসবে। কোম্পানির তরফে ফোনটির লঞ্চ ডেট জানানো না হলেও, টিপস্টারদের সৌজন্যে ভারতে Samsung Galaxy A22 4G কত দামে পাওয়া যাবে, তা ফাঁস হল। ভারতে এই ফোনটির দাম ২০,০০০ টাকার কম রাখা হবে। স্যামসাং গ্যালাক্সি এ২২ ৪জি ফোনে আছে AMOLED ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy A22 4G ফোনের ভারতে দাম

স্যামসাং গ্যালাক্সি এ২২ ৪জি ফোনের ভারতে দাম রাখা হবে ১৮,৪৯৯ টাকা। এই মূল্য ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। টিপস্টার, অভিষেক যাদব এমনই দাবি করেছেন। যদিও স্যামসাং গ্যালাক্সি এ২২ ৪জি এর আরও কয়েকটি স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে বলে আমাদের অনুমান।

Samsung Galaxy A22 4G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের স্যামসাং গ্যালাক্সি এ২২ ৪জি ফোনে আছে ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস AMOLED ওয়াটারড্রপ-নচ ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। আবার এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। স্যামসাং গ্যালাক্সি এ২২ ভারতে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

Samsung Galaxy A22 4G ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ কাস্টম স্কিনে চলে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে দেখা যাবে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ও এফ/১.৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর + ২ মেগাপিক্সেলের একজোড়া ডেপ্থ ও ম্যাক্রো সেন্সর।

সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A22 4G ফোনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন