Hercules ও BSA ব্র্যান্ডের সাইকেলের পর এবার তিন চাকার বৈদ্যুতিক গাড়ি ও ইলেকট্রিক ট্রাক্টর নিয়ে আসছে Murugappa Group

চেন্নাইয়ের মুরুগাপ্পা গোষ্ঠী (Murugappa Group) ফের একবার বৈদ্যুতিক গাড়ি শিল্পে পাড়ি জমাতে চলেছে। তবে দ্বিতীয় ইনিংসে তাদের নজর ইলেকট্রিক থ্রি হুইলার ব্যাটারি চালিত ট্রাক্টরের দিকে।…

চেন্নাইয়ের মুরুগাপ্পা গোষ্ঠী (Murugappa Group) ফের একবার বৈদ্যুতিক গাড়ি শিল্পে পাড়ি জমাতে চলেছে। তবে দ্বিতীয় ইনিংসে তাদের নজর ইলেকট্রিক থ্রি হুইলার ব্যাটারি চালিত ট্রাক্টরের দিকে। এই প্রেক্ষিতে মূল সংস্থা টিউব ইনভেস্টমেন্টস অফ ইন্ডিয়া (TII)-র অধীনে টিআই ইলেকট্রিক (TI Electric) নামে একটি শাখা গঠন করা হয়েছে। যাত্রী এবং পণ্যবাহী দুই সেগমেন্টের জন্যই বৈদ্যুতিক থ্রি-হুইলার আনা হবে। অনুমান, আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে বাজারে লঞ্চ হতে পারে সেগুলি।

উল্লেখ্য, দশ বছর আগে মুরুগাপ্পা গোষ্ঠী ইলেকট্রিক স্কুটারের বাজারে BSA ব্র্যান্ডের হাত ধরে প্রবেশ করেছিল। কিন্তু পরিকল্পনা মাফিক ব্যবসার প্রগতি না ঘটায় তা বন্ধ করে দেওয়া হয়। এবারে ইলেকট্রিক ট্রাক্টর স্টার্টআপ সেলেস্টিয়াল (Cellestial)-র সাথে সংস্থাটি সংশ্লিষ্ট ক্ষেত্রে পা রাখতে চলেছে। ১৬১ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ইলেকট্রিক ট্রাক্টারের ৭০ শতাংশ শেয়ার নিজেদের হাতে নিয়েছে সংস্থাটি।

Electric Three Wheeler

ইলেকট্রিক থ্রি-হুইলার বাজারে আনতে ২০০ কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন বলে চিহ্নিত করেছে TII। তারা চেন্নাইয়ের অম্বাত্তুরে একটি কারখানা তৈরি করবে। যেখানে প্রতি বছর ৭৫ হাজার তিন চাকার গাড়ি উৎপাদন হবে। সংস্থাটি তাদের ইলেকট্রিক বাইসাইকেলের ব্যান্ড মোন্ত্রা (Montra)-র আওতায় এগুলি আনবে। এই প্রসঙ্গে সংস্থার কার্যনির্বাহী প্রধান অরুণ মুরুগাপ্পান বলেন, “আমরা বিশ্বাস করি যে একটি তিন চাকার বৈদ্যুতিক গাড়ি ভবিষ্যতের চাবিকাঠি নয়, এটি নিজেই ভবিষ্যৎ।”

Electric Tractor

বর্তমানে যানবাহনের বিদ্যুতায়ন মেগাট্রেন্ড হয়ে উঠেছে। এখানে পরিস্থিতিতে TII চাইছে লগ্নি বাড়িয়ে সংশ্লিষ্ট ক্ষেত্র থেকে বেশি মুনাফা ঘরে তুলতে। ইলেকট্রিক ট্রাক্টর স্টার্টআপ সেলেস্টিয়ালের শেয়ার অধিগ্রহণের মাধ্যমে এই কাজের সূচনা করবে তারা। অরুণ মুরুগাপ্পান জানিয়েছেন, চেন্নাইয়ে তারা ইলেকট্রিক ট্রাক্টরের একটি নতুন কারখানা স্থাপন করবেন।