NASA: জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা মহাকাশের বিরলতম ছবি প্রকাশ করবে নাসা

এই প্রথম মার্কিন স্পেস এজেন্সি নাসা’র (NASA) জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে (James Webb Space Telescope) ধরা পড়লো মহাকাশের একাধিক বিরল চিত্র। খুব তাড়াতাড়ি নাসা এই চিত্রগুলি নিজস্ব ওয়েবসাইট সহ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবে। ফলে উৎসাহী বহু মানুষ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কর্তৃক সর্বপ্রথম সংগৃহীত মহাকাশের এই বিরল চিত্রগুলি দর্শনের সুযোগ পাবেন, যা তাদের মহাকাশ সংক্রান্ত অনুসন্ধিৎসাকে আরো তীব্র করবে।

মহাকাশের যে বিরলতম চিত্রগুলি বন্দি হল NASA -র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে নাসা মহাকাশে যে বিরল দৃশ্যগুলি সংগ্রহ করেছে তার মধ্যে রয়েছে এক অত্যুজ্জ্বল নেবুলা (Nebulae), সৌরজগতের বাইরে অবস্থিত একটি বিরাটাকৃতি গ্রহ এবং পূর্বে আবিষ্কৃত পরস্পর সংশ্লিষ্ট কিছু নক্ষত্রপুঞ্জ সমাবেশের চিত্র। আগামী ১২ই জুলাই নাসা সংগৃহীত চিত্রগুলি প্রদর্শনের আয়োজন করতে পারে।

আগেই উল্লেখ করেছি যে, প্রাপ্ত সমস্ত চিত্রই মার্কিন মহাকাশ সংস্থার নয়া জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কর্তৃক প্রথম দফায় বন্দি বিরলতম দৃশ্য। এগুলি গ্রহণের মধ্যে দিয়ে নাসার উপরোক্ত টেলিস্কোপের অধীনে এক এক নতুন যুগের আরম্ভ হল বলে মনে করা হচ্ছে। মহাকাশ সম্পর্কিত গবেষণার ক্ষেত্রে এই আবিষ্কারের গুরুত্বও সমধিক।

প্রসঙ্গত জানিয়ে রাখি, সংগৃহীত চিত্রগুলির মাধ্যমে নেবুলার অস্তিত্ব সম্পর্কে নিঃসংশয় হওয়া গিয়েছে, সেটি আমাদের থেকে প্রায় ৭,৬০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। উল্লেখ্য, কেবল উজ্জ্বলতার নিরিখে নয়, পাশাপাশি আকৃতির নিরিখেও এটি বিশাল। প্রাপ্ত তথ্য অনুযায়ী কারিনা নক্ষত্রপুঞ্জের দক্ষিণে এর অবস্থান।

একইসাথে নাসা কর্তৃক সংগৃহীত চিত্রে যে বৃহদাকার গ্রহটির অস্তিত্ব ধরা পড়েছে তা (WASP-96 b) পৃথিবী থেকে প্রায় ১,১৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি বৃহস্পতি গ্রহের প্রায় অর্ধেক ভর বিশিষ্ট। প্রতি ৩.৪ দিনে এই গ্রহটি নিজের নক্ষত্রকে পরিক্রমা করে।

এছাড়াও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা মার্কিন মহাকাশ সংস্থা নাসা (NASA) যে একাধিক নক্ষত্রপুঞ্জের সমাবেশ খুঁজে পেয়েছে, সেটি আমাদের থেকে আনুমানিক ২৯০ আলোকবর্ষ দূরে রহস্যময় পেগাসাস (Pegasus) নক্ষত্রসজ্জার মাঝে অবস্থিত।